প্রতিবেদন : স্বাস্থ্য সুরক্ষায় মানুষের ভরসাস্থল হয়ে উঠেছে সেবাশ্রয় (Diamond harbour sebaashray)। নবম দিনেও ডায়মন্ড হারবারের শিবিরগুলিতে দেখা গেল হাজারো মানুষের ভিড়। প্রয়োজনীয় চিকিৎসা-পরিষেবা তাঁরা বিনামূল্যে হাতের নাগালে পেয়ে বিশেষ উপকৃত। কৃতজ্ঞতা জানাচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রতিটি শিবিরে চিকিৎসক ও কর্মীরা মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দিয়ে ডায়মন্ড হারবারের বাসিন্দাদের স্বাস্থ্যকর ভবিষ্যতের দিকে এগিয়ে দিচ্ছেন।
এদিন সেবাশ্রয়ে চিকিৎসা হয় গঙ্গাসাগরের এক সন্নাসীর। যাত্রাপথে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ সন্ন্যাসী। তারপর সেবাশ্রয় ক্যাম্পে তিনি পেলেন জরুরি চিকিৎসা। চিকিৎসকেরা তাঁর পেটের আল্ট্রাসোনোগ্রাফি করেন এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। সন্ন্যাসী বলেন, ‘সেবাশ্রয়ে (Diamond harbour sebaashray) চিকিৎসার পর এখন কিছুটা ভাল অনুভব করছি।’ অভিষেকের এই উদ্যোগকে সাধুবাদ দেন তিনি। এদিন সুস্বাস্থ্য শিবিরে ট্রমার ফলে দৃষ্টিশক্তি হারানো এক ব্যক্তির চিকিৎসা হয় সেবাশ্রয়ে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রী নির্দেশের পরই শুরু ৯০০ পরিবহণ কর্মী নিয়োগের তৎপরতা
এদিকে, নবম দিনে ফের নতুন মাইলফলক পেরোতে চলেছে সেবাশ্রয়। এদিনই দেড় লক্ষ পেরিয়ে যাবে পরিষেবা প্রাপকের সংখ্যা। অষ্টম দিন পর্যন্ত ১ লক্ষ ৩৬ হাজার জনকে পরিষেবা প্রদান করা হয়। প্রতিদিনের পরিষেবা প্রাপকের সংখ্যা বাড়তে বাড়তে ৩৪,৫০৬ জন হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার তা আরও বাড়বে। ফলে দেড় লক্ষ পেরিয়ে পৌনে দু’লক্ষের গণ্ডি ছুঁয়ে ফেলবে সেবাশ্রয়ে পরিষেবার সংখ্যা।