প্রতিবেদন : জেলায়-জেলায় কৃষি সমবায়গুলিতে তৃণমূলের (TMC) জয় অব্যাহত। শুক্রবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ও পূর্ব মেদিনীপুরের মহিষাদল, ও পশ্চিম মেদিনীপুরের দাঁতনের তিনটি সমবায় নির্বাচনে বিরোধীদের ধরাশায়ী করে উড়ল সবুজ আবির। বড় ব্যবধানে জিতল তৃণমূল। এদিন পূর্বস্থলী ১ ব্লকের সবথেকে বড় সমবায় বগপুর পঞ্চায়েতের নওয়াপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে সব আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন তৃণমূল (TMC) সমর্থিত প্রার্থীরা। ৩০টি আসনের একটিতেও প্রার্থী খুঁজে পায়নি বিরোধীরা। ফলে ভোটের আর প্রয়োজনই হয়নি। বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পূর্বস্থলী ১ ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার পাণ্ডে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় কৃষি ও কৃষকের পাশে আছেন। এটা তারই ফসল। দিল্লির বিজেপি সরকার কৃষকদের ভাতে মারার চেষ্টা করছে। উল্টোদিকে কৃষকের স্বার্থে একটার পর একটা প্রকল্প, পরিষেবা ও ভাতা চালু করে বিপ্লব এনেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- ব্যর্থ বিএসএফ, নিরাপত্তায় গ্রামবাসীরা
পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সমবায় নির্বাচনে বিরোধীদের উড়িয়ে দিয়ে জয় পেল তৃণমূল। শুক্রবার মহিষাদল ব্লকের রাজারামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালকমণ্ডলীর নির্বাচন ছিল। নির্বাচনে ১২টি আসনের সব ক’টাতে জিতেই নজির গড়ল তৃণমূল। বিজেপির ঝুলিতে শূন্য। এদিন বিকেলে নির্বাচনের ফল প্রকাশ হতে দেখা যায় সব ক’টি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল। দলের বিরাট জয়ের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় নেতা-কর্মীরা সবুজ আবির মেখে মিষ্টিমুখে মেতে ওঠেন। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানাতে এদিন বিকেলে যান স্থানীয় তৃণমূল বিধায়ক তিলককুমার চক্রবর্তী ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কৃষি সমবায় ও সেচ দফতরের কর্মাধ্যক্ষ মানসকুমার পণ্ডা। জয়ী প্রার্থীদের মালা পরিয়ে অভিনন্দন জানান তাঁরা। তিলককুমার চক্রবর্তী বলেন, বিজেপি যত ধর্মের নামে রাজনীতি করবে ততই এভাবে পিছিয়ে পড়বে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২-এর হরিপুর পঞ্চায়েতের মহিষাগোট সমবায় সমিতির নির্বাচনে ৯টি আসনের ৯টিতেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল।