তৃণমূলে যোগ দিলেন কেরলের বিধায়ক, স্বাগত জানালেন অভিষেক

Must read

ডেমোক্রেটিক মুভমেন্ট অফ কেরলের সুপ্রিমো তথা বিধায়ক পি ভি আনবার (p v anvar) এবার তৃণমূল কংগ্রেসে। তৃণমূল পরিবারে তাঁকে স্বাগত জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অভিষেকের হাত ধরেই ঘাসফুল শিবিরে যোগদান তাঁর।

আরও পড়ুন- কন্যাশ্রী-ঐক্যশ্রী-সবুজসাথীর সৌজন্যে বাংলার স্কুলগুলিতে জিরো ড্রপ-আউট

আনবারের (p v anvar) তৃণমূলে যোগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক জানান, একসাথে, আমরা আমাদের দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করব। একইসঙ্গে তিনি জানান, “কেরলের নীলাম্বুরের বিধায়ক পিভি আনবারকে তৃণমূল পরিবারে যোগদানের জন্য আন্তরিক স্বাগত। জনসেবার প্রতি তাঁর নিষ্ঠা এবং কেরলের জনগণের অধিকারের জন্য তাঁর সমর্থন আমাদের উন্নয়নের লক্ষ্যকে সমৃদ্ধ করে। একসঙ্গে আমরা এমন একটি প্রগতিশীল ভারতের জন্য প্রচেষ্টা করব যেখানে প্রতিটি আওয়াজ গুরুত্বপূর্ণ এবং প্রতিটি স্বপ্ন বাস্তবায়িত হবে!”

Latest article