প্রতিবেদন: মিলছে না আগুন নেভানোর জলও। লস অ্যাঞ্জেলেস জুড়ে শুধুই হাহাকার। আগুনের গ্রাসে চলে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের নতুন নতুন এলাকা। ছারখার হয়ে গিয়েছে প্রায় ৩২০০০ একর জমি। মৃত্যু বেড়ে এখনও পর্যন্ত ১০। এখনও পর্যন্ত ক্ষতির অঙ্ক ৫ লক্ষ কোটি বলে দাবি করা হচ্ছে। বাধ্য হয়ে স্থগিত রাখা হল অস্কার-অনুষ্ঠান। দাবানলে পুড়ে ছাই কয়েক হাজার বাড়ি। প্রকৃতির রোষানলে হলিউড তারকাদের প্রাসাদোপম বাড়ি, পেন্টহাউস, বহুমূল্য গাড়ি। ঘর ছাড়া তারকারা। ভস্মীভূত আমেরিকা তথা বিশ্বের সবথেকে অভিজাত এবং বিত্তশালী হলিউড হিলসের বিস্তীর্ণ এলাকা। স্টুডিও সিটিকে ছুঁয়েছে লেলিহান শিখা, বিখ্যাত ডলবি থিয়েটারের অস্তিত্ব সংকটের মুখে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপাতত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্কার নমিনেশনের দিনক্ষণও পিছিয়ে দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহে সব সিনেমার প্রিমিয়ার বাতিল করা হয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
আরও পড়ুন-শীতকালীন অসুখে হোমিওপ্যাথি
লস অ্যাঞ্জেলেসের ন্যাশনাল ফরেস্ট জুড়ে দাবানলের তাণ্ডবলীলার নেপথ্যে লিডিয়া ফায়ার। গোল্ডেন গ্লোব পুরস্কার জয়ী অ্যাড্রিয়েন ব্রডির বাড়ি পুড়ে ছাই। ভস্মীভূত গায়িকা অভিনেত্রী লিটন মিস্টারের বাড়ি। অস্কার, এমি, গোল্ডেন গ্লোব জয়ী অভিনেত্রী জেমি লি কারটিসের বাড়িও আগুনের হাত থেকে রক্ষা পায়নি। বেভারলি হিলসের গায়ে লেখা ‘হলিউড’ আর কতক্ষণ অক্ষত থাকবে, এখন সেটাই দেখার। পাঁচটি দাবানলের গ্রাসে লস অ্যাঞ্জেলেস কাউন্টি। ক্যালিফোর্নিয়া যেন শ্মশান। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আগুন নেভানোর প্রয়োজনীয় জলটুকু মিলছে না ক্যালিফোর্নিয়ায়। এখান থেকে প্রায় এক লক্ষেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পুড়ে ছাই অন্তত হাজার দশেক বাড়ি। জরুরি অবস্থা জারি করে জোরকদমে আগুন নেভানোর চেষ্টা চলছে। কিন্তু হাওয়ার তীব্র গতিবেগ এবং পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ কার্যত অসম্ভব হয়ে পড়ছে। লক্ষণীয়, লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এটাই সবথেকে ভয়ঙ্কর দাবানল। বিশেষজ্ঞদের ধারণা অন্তত সেটাই।