শপথের আগেই গভীর অস্বস্তিতে ট্রাম্প

বিপাকে, ঘোর বিপাকে ট্রাম্প। জেলযাত্রার সম্ভাবনা না থাকলেও মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে মার্কিন মুলুকের হবু শীর্ষকর্তাকে।

Must read

প্রতিবেদন: বিপাকে, ঘোর বিপাকে ট্রাম্প। জেলযাত্রার সম্ভাবনা না থাকলেও মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে মার্কিন মুলুকের হবু শীর্ষকর্তাকে। এমনই ধারণা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের আর মাত্র ১০ দিন বাকি। কিন্তু তার আগেই সে দেশের সর্বোচ্চ আদালতে জোর ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। পর্নতারকা ঘুষ-কাণ্ডে কিছুতেই নিজের সাজা আটকাতে পারলেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট। শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগের মামলায় সাজা ঘোষণা স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবার শীর্ষ আদালত তা খারিজ করে দিল।

আরও পড়ুন-ক্যালিফোর্নিয়ায় উন্মত্ত দাবানল, স্থগিত অস্কার

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় পর্নতারকা স্টর্মিকে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। কোনওভাবেই যাতে তাঁদের শারীরিক সম্পর্কের কথা বাইরে না আসে, সেই জন্যই এই অর্থ দিয়ে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল ওই মহিলাকে। এমনকী ঘুষ দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তাঁর ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন বলেও অভিযোগ ওঠে। এরপর রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে গোটা বিষয়টিকে অস্বীকার করে ট্রাম্প শিবির। কিন্তু মামলা এজলাসে উঠলে ম্যানহাটনের আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। যদিও সাজা ঘোষণা স্থগিত রাখা হয়েছিল। প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই সাজা ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন বিচারক জুয়ান মার্চেন। পরে নির্বাচনে জয়ের পর মামলা প্রত্যাহারের জন্যও আবেদন জানিয়েছিলেন হবু প্রেসিডেন্ট। যুক্তি হিসেবে, তাঁর আইনজীবীরা আমেরিকার প্রেসিডেন্টদের অফিসিয়াল কাজকর্মের আইনি রক্ষাকবচের কথা বললেও বিচারক মার্চেন জানান, এই মামলার ক্ষেত্রে তা আদৌ গ্রহণযোগ্য নয়। শুক্রবার একই কথা জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। ট্রাম্পের আইনজীবীরা ২০ জানুয়ারি পর্যন্ত সাজা পিছিয়ে দেওয়ার আর্জি জানালেও তা খারিজ করে দেয় শীর্ষ আদালত। যদিও ট্রাম্পের জেলে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই, তবে বড়সড় আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে। সবমিলিয়ে একটা কথা স্পষ্ট, দায়িত্বগ্রহণের ঠিক মুখেই এই ঘটনা গভীর অস্বস্তিতে ফেলে দিল ট্রাম্পকে।

Latest article