ভোটের মুখে ডিগবাজি মোদির

বিশেষ কাজের জন্য ঈশ্বর নাকি তাঁকে ধরাধামে পাঠিয়েছেন! এর কয়েক মাসের মধ্যেই ফের ডিগবাজি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷

Must read

প্রতিবেদন: নাটক, না অন্যকিছু? ভোট এলেই ডিগবাজি দেওয়া তিনি রীতিমত অভ্যস পরিণত করে ফেলেছেন৷ গত বছরের লোকসভা ভোটের আগে তিনি দাবি করেছিলেন যে, কোনও রকম জৈবিক প্রক্রিয়ায় তাঁর জন্ম হয়নি৷ তিনি নাকি ঈশ্বরের অংশ৷ বিশেষ কাজের জন্য ঈশ্বর নাকি তাঁকে ধরাধামে পাঠিয়েছেন! এর কয়েক মাসের মধ্যেই ফের ডিগবাজি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷

আরও পড়ুন-শপথের আগেই গভীর অস্বস্তিতে ট্রাম্প

সামনেই দিল্লির বিধানসভা নির্বাচন৷ তার আগে শুক্রবার প্রকাশিত একটি পডকাস্টে প্রধানমন্ত্রী মোদি দাবি করেছেন, তিনি সাধারণ মানুষ, ভুল তাঁরও হয়! প্রধানমন্ত্রীর এই দাবিকে নিশানা করতে শুরু করেছে বিরোধী শিবির৷ কয়েক মাসের মধ্যেই তাঁর এই ডিগবাজি, দিল্লির ভোটব্যাঙ্কের কথা ভেবেই, অভিযোগ জানানো হয়েছে বিরোধী শিবিরের তরফে৷ এই পডকাস্টেই গোধরার সাম্প্রদায়িক দাঙ্গা নিয়েও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী থাকাকালীন গোধরায় মর্ম্মান্তিক দৃশ্য দেখে তাঁরও মন কেঁদে উঠেছিল, চোখ ভরেছিল জলে। অনেকেই বলছে এটা কুমিরের কান্না।

Latest article