বিজেপি নেতার বাড়িতে ৩টি আস্ত কুমির

একে টাকার কুমির। সেইসঙ্গে বাড়িতেও আসল কুমির! ঠিকই পড়ছেন। এমন বিরল কাণ্ড বিজেপি নেতা ছাড়া আর কার পক্ষেই বা সম্ভব।

Must read

প্রতিবেদন : একে টাকার কুমির। সেইসঙ্গে বাড়িতেও আসল কুমির! ঠিকই পড়ছেন। এমন বিরল কাণ্ড বিজেপি নেতা ছাড়া আর কার পক্ষেই বা সম্ভব। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে পাওয়া গিয়েছে কুমির। একটা নয়, দুটো নয়, একেবারে তিন-তিনটি কুমির। আয়কর হানায় কোটি কোটি টাকার সঙ্গে মিলেছে তিনটি কুমিরও। তবে এটা নেহাতই শখ, নাকি নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য, তা এখনও স্পষ্ট নয়। আর পুরো বিষয়টা ধরা পড়েছে ওই গেরুয়া নেতার বাড়িতে আয়কর তল্লাশির সময়। প্রাক্তন বিজেপি বিধায়ক হর্ষবংশ সিং রাঠোরের সাগর জেলার বাড়িতে পুকুরে ছেড়ে রাখা হয়েছিল কুমির তিনটিকে। বন্যপ্রাণী আইনে নিশ্চিতভাবেই এটি দণ্ডনীয় অপরাধ। শাসকদলের একজন প্রাক্তন বিধায়ক এভাবে আইন ভাঙলেন কোন যুক্তিতে, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

আরও পড়ুন-মিরাটে নৃশংসভাবে খুন করা হল একই পরিবারের ৫ জনকে

আয়কর হানায় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী বা উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের বাড়িতে সাধারণত পাওয়া যায় বিপুল অর্থ, সোনা-রুপো, হীরে-জহরত, দামি গয়না, দামি মোবাইল বা ঘড়ি। তা বলে বাড়ির ভিতর পোষা কুমির! মধ্যপ্রদেশে বিজেপির প্রাক্তন বিধায়কের বাড়িতে হানা নিয়ে চক্ষুচড়কগাছ আয়কর দফতরের। ৫ জানুয়ারি সকালে মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়ক হর্ষবংশ সিং রাঠোর ও বিজেপি কর্পোরেটর রাজেশ কেশরওয়ানির বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর। হর্ষবংশের সাগর জেলার একটি বাংলোতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি কুমির। সাগর জেলার প্রবীণ বিজেপি নেতা হর্ষবংশ ২০১৩-য় বিধানসভা নির্বাচনে বিধায়ক হন। তাঁর বাবা হরনাম সিং রাঠোরও মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী ছিলেন। প্রভাবশালী এই ব্যবসায়ীর বাড়িতেই মিলেছে তিন-তিনটি কুমির। শুধু সীমাহীন বিস্ময় নয়, স্বাভাবিকভাবেই সমালোচনার ঝড় উঠেছে দেশ জুড়ে।

Latest article