১০ দিনে স্বাস্থ্য শিবির সেবাশ্রয় (Sebaashray) থেকে প্রায় ২ লক্ষ ৪০ হাজারের বেশি মানুষ বিনাপয়সায় চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজির গড়ে ধন্যবাদ জানালেন শিবিরের সঙ্গে যুক্ত ডাক্তার, স্বেচ্ছাসেবকদের।
আরও পড়ুন- শিয়ালদহ স্টেশন চত্বরের ‘ফুড কোর্ট’-এ আগুন
নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক জানান, ‘সেবাশ্রয় (Sebaashray) নজির স্থাপন করেছে! মাত্র ১০ দিনে প্রায় ২,৪০,০০০ বেশি মানুষ পরিষেবা পেয়েছেন! আজ (বিকেল ৩:৩০ পর্যন্ত) ৫২,১৫০ জন রোগীর পরিষেবা নিতে আসা এক অবিশ্বাস্য উদ্যোগের অসাধারণ প্রভাবের আর একটি প্রমাণ। চিকিৎসা ক্ষেত্রের প্রত্যেক সদস্য এবং স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টার জন্যই সম্ভব হয়েছে। তাঁদের ধন্যবাদ।” গত ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে বিনামূল্যে ‘সেবাশ্রয়’-এর সূচনা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
SEBAASHRAY sets a NEW BENCHMARK! Over 2.4 LAKH (2,40,000) people served from a single AC in just 10 days!
Today’s footfall of 52,150 patients (as of 3:30 PM) is yet another testament to the tremendous impact of this incredible initiative.
Kudos to the relentless efforts of… pic.twitter.com/Vo1UKt52sH
— Abhishek Banerjee (@abhishekaitc) January 11, 2025