মুখ্যমন্ত্রীর কথায় এবং সুরে গানের উৎসব আগামিকাল

মুখ্যমন্ত্রীর (Chief minister) কথায় ও সুরে এবার গানের উৎসব হতে চলেছে শহরে। অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজডাঙ্গা পিঠে পুলি উৎসবে

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর (Chief minister) কথায় ও সুরে এবার গানের উৎসব হতে চলেছে শহরে। অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজডাঙ্গা পিঠে পুলি উৎসবে। বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ এর উদ্যোগ নিয়েছেন। আগামীকাল রবিবার সন্ধ্যে ছটায় রাজ্যের প্রথিতযশা শিল্পীরা মুখ্যমন্ত্রীর লেখা ও শুরু করা অজস্র গান নিয়ে উপস্থিত থাকবেন দর্শকদের সামনে।

আরও পড়ুন-সীমান্ত পাহারায় শৈথিল্য বিএসএফের, থমথমে মেখলিগঞ্জ থেকে মালদহ

মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন তিনি নিজেও এই উৎসবে সামিল হচ্ছেন মুখ্যমন্ত্রীর দান নিয়ে। শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক প্রথম সারির শিল্পী মুখ্যমন্ত্রীর কথায় সুরে গান গেয়েছেন। আগামীকাল উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। বিছানা হয়েছে প্রায় ১৭-১৮টি গান। মুখ্যমন্ত্রীর লেখা পুজোর গান কয়েক বছর ধরেই সুপার-ডুপার হিট।

Latest article