প্রতিবেদন : নন্দীগ্রামে সমবায়ে বোর্ড গঠনে বড়সড় বিপর্যয় বিজেপির। বিজেপি ও তৃণমূল সমান আসনে সমবায়ে জয় লাভ করলেও শেষমেশ সমবায় বোর্ড গড়ল তৃণমূলই। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসের শুরুতে নন্দীগ্রাম-২ ব্লকের টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালকমণ্ডলীর নির্বাচন হয়। সেখানে বিজেপির সাথে জোর টক্কর দেয় তৃণমূল। এই সমবায়ের মোট আসন সংখ্যা ৪৪টি। যার মধ্যে বিজেপির সাথে টক্কর দিয়ে সমবায়ের বাইশটি আসনে জয় লাভ করে তৃণমূল। ফলে সমান-সমান আসনে ড্র হয়ে যায় নির্বাচনে। তবে প্রথম থেকেই এই সমবায়ে তৃণমূলই বোর্ড গঠন করবে এমনটা দাবি করে এসেছিলেন তৃণমূলের নেতৃত্বরা। সেইমতো শনিবার নন্দীগ্রামের ওই সমবায়ের বোর্ড গঠনে বিজেপিকে টেক্কা দিয়ে বোর্ড গঠন করলেন তৃণমূলের নির্বাচিত সদস্যরা।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স
তৃণমূলের তরফ থেকে আগেই জানানো হয়েছিল বোর্ড গঠনে অফিস বেয়ারা ও সরকারি নমিনিরা অংশ নেবেন। তাই তাঁরা তৃণমূলকে ভোট দেবেন। সেই মতো শনিবার বোর্ড গঠনে বড়সড় সাফল্য পেল তৃণমূল। এই সমবায়ের বোর্ড মেম্বার সংখ্যা ১২। সেখানে দেখা যায় পাঁচটি আসনে বিজেপির মেম্বাররা এবং ৬টি আসনে তৃণমূলের মেম্বাররা বোর্ডে আগে থেকেই স্থান পায়। বাকি একটি আসনের জন্য শনিবার নির্বাচন হয়। সেখানেই দেখা যায় তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট পড়ে ২৫টি এবং বিজেপির ২৫-এর পক্ষে ভোট পড়ে ১৯টি। যা থেকে স্পষ্ট বিজেপির নির্বাচিত কোনও তিনজন ভোট দিয়েছেন তৃণমূলের দিকে। শনিবার তৃণমূলের বোর্ড গঠনের খবর ছড়িয়ে পড়তেই কর্মী-সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন এলাকায়। আমদাবাদ ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিৎ শাসমল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে এখান থেকে চক্রান্ত করে হারানো হয়েছে। তবে এই সমবায় ভোটে মানুষ তার পাল্টা জবাব দিয়েছে। এই সাফল্য আমরা মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করলাম।
উল্লেখ্য, এই সমবায় আমদাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। যা একটুর জন্য বোর্ড গঠন করতে পারেনি তৃণমূল। ফলে বিজেপির গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের বোর্ড গঠনে বাড়তি অক্সিজেন পাচ্ছে শাসক শিবির। শনিবার বোর্ড গঠন ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল বিশেষ চোখে পড়ার মতো। নন্দীগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল জানা জানিয়েছেন, এর থেকে প্রমাণিত হল মানুষ আমাদের সাথে আছে। মানুষকে মিথ্যে ভাঁওতা দিয়ে বেশিদিন চলে না। আগামী দিনে নন্দীগ্রাম থেকে বিজেপির শূন্য হয়ে যাবে।