সংবাদদাতা, সিউড়ি : এক মাসে জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ৫১২ কোটি টাকা ঋণদান করে রাজ্যে প্রথম স্থানে বীরভূম জেলা। চলতি আর্থিক বছরে প্রায় দুই হাজার কোটি টাকার কাছাকাছি ঋণদানের লক্ষ্য নিয়েছে জেলা প্রশাসন। গত বছরের শেষ মাসেই লক্ষ্যমাত্রার প্রায় ২৫ শতাংশ পূরণ হয়েছে।
আরও পড়ুন-স্বামীজির প্রদর্শিত পথে গড়ে উঠুক যুবসমাজ
ডিআরডিসি অধিকর্তা আজমল হোসেন বলেন, চলতি আর্থিক বছরের শুধুমাত্র ডিসেম্বর মাসে জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ৫১২ কোটি টাকার ঋণদানের অনুমোদন দেওয়া হয়েছে। ঋণ পেয়েছে ১২ হাজার ৮১৮টি স্বনির্ভর গোষ্ঠী। প্রায় দেড় লক্ষ মহিলা বিভিন্নভাবে উপকৃত হয়েছেন। এ বছর ঋণদানের লক্ষ্যমাত্রা প্রায় ১,৯০০ কোটি টাকা। তার মধ্যে ডিসেম্বর অবধি প্রায় ১৪০০ কোটি টাকার বেশি ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। গত আর্থিক বছরে লক্ষ্যমাত্রা ছিল ১,৬৫০ কোটি টাকা। সেটাও পূরণ করেছিল জেলা প্রশাসন। এ বছরও নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। শুধু ডিসেম্বরে ৫১২ কোটি টাকা ঋণের অনুমোদন দিয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে বীরভূম। ৩৫০ কোটি টাকা ঋণ অনুমোদন দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা দ্বিতীয় স্থানে। আর ৩২০ কোটি টাকা দিয়ে তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা জেলা।
ঋণ নিয়ে মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিভিন্ন হাতের কাজ, টেলারিং, বিউটি পার্লার, বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত করা, মাটির জিনিস তৈরি থেকে মাশরুমচাষ করছেন। ঋণ ঠিক সময়ে শোধ করছেন। পাশাপাশি সামগ্রী বিক্রি করে ভাল লাভের মুখও দেখছেন। জেলার বোলপুর, পাড়ুই, সাঁইথিয়া, ইলামবাজার, ময়ূরেশ্বর ১ ও ২ ব্লকের কিছু এলাকায় সব থেকে বেশি চাহিদা রয়েছে এই সরকারি ঋণের।