মণিপুরে অসম রাইফেলসের ক্যাম্পে আগুন

শনিবার মণিপুরের (Manipur) কামজং জেলায় অসম রাইফেলসের একটি অস্থায়ী ঘাঁটিতে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা।

Must read

শনিবার মণিপুরের (Manipur) কামজং জেলায় অসম রাইফেলসের একটি অস্থায়ী ঘাঁটিতে ভাঙচুরের পর সেখানে রীতিমত আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। স্থানীয়দের একাংশ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তাদের প্রতি নিয়মিত হেনস্থার অভিযোগ এনেছেন। শনিবার হংবেং এলাকার নাগা জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় বাড়ি তৈরির করতে কাঠ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় অসম রাইফেলসের জওয়ানেরা কাঠবোঝাই গাড়িটি আটকে দেন। তার পর থেকেই শুরু হয় সমস্যা।

আরও পড়ুন-মুম্বই বিমানবন্দরে ৩০ কোটির সোনা, গাঁজা বাজেয়াপ্ত

ইতিমধ্যেই কাংপোকপি জেলার গেলজাং মহকুমার একাংশে শনিবার থেকে কার্ফু জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত কার্ফু জারি থাকবে বলেই প্রশাসন সূত্রে খবর। তবে হঠাৎ কার্ফু জারির সিদ্ধান্ত কেন নেওয়া হল সেটা যদিও জানানো হয় নি। এই বছরের শুরুতে কুকি জনগোষ্ঠীর বিরুদ্ধে কাংকোপকি জেলায় পুলিশের এক ডেপুটি কমিশনারের দফতরে হামলা চালানোর অভিযোগ ওঠে। কাংপোকপির পাহাড়ি এলাকা থেকে নিরাপত্তা বাহিনীকে সরানোর দাবি বারবার জানিয়ে আসছে কুকি জনজাতির মানুষেরা।

আরও পড়ুন-গঙ্গাসাগর বারবার

গত বছরের মে মাস থেকে মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে হিংসার ফলে বেশ উত্তপ্ত মণিপুর। কিছুদিন চুপ থাকলেও গত সেপ্টেম্বর মাস থেকে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষে পরিস্থিতি তৈরী হয়। জ্বালিয়ে দেওয়া হয় প্রচুর বাড়িঘর। দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। এমনকি মুখ্যমন্ত্রী ও রাজ্যের বেশ কয়েক জন বিধায়কের বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা।

Latest article