প্রতিবেদন : কুলতলির মৈপীঠের লোকালয়ে ফের মিলল বাঘের পায়ের ছাপ। আর সেই ছাপকে কেন্দ্র করে ফিরল বাঘের আতঙ্ক। রবিবার সকালে মৈপীঠ গঙ্গার ঘাট সংলগ্ন জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পান কয়েকজন স্থানীয় বাসিন্দা। বাঘের লুকোচুরি খেলা চলছে ঝাড়গ্রামের বেলপাহাড়িতেও। এদিকে মৈপীঠে স্থানীয়দের দাবি, দুটি বাঘ ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে ঢুকেছে। উত্তর ও দক্ষিণ বৈকুণ্ঠপুরের পর বাঘের আতঙ্ক ছড়িয়েছিল সুন্দরবনের নগেনাবাদে। তারপর রবিবার সকালে মৈপীঠের লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখে ছড়াল আতঙ্ক।
আরও পড়ুন-বিজেপির রাজস্থান, দলিত অত্যাচার সভ্যতার লজ্জা
শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে কুলতলির একাধিক জায়গায় বাঘের উপদ্রব বাড়ছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা সবজি খেতে যাওয়ার পথে নরম মাটিতে বাঘের পায়ের ছাপ দেখতে পান। তাঁরা খবর দেন বন দফতরে। কুলতলি ও নলগোড়া বিটের বন দফতরের কর্মীরা সঙ্গে সঙ্গে এলাকাটিকে চিহ্নিত করে স্টিল নেট দিয়ে ঘিরে ফেলেন। খবর পেয়ে আসেন দক্ষিণ ২৪ পরগনার বন দফতরের আধিকারিকরা। এছাড়াও আসেন কুইক রেসপন্স টিমের ৩৫ জন সদস্য। তাঁদের চেষ্টায় বাঘকে গভীর জঙ্গলে ফেরত পাঠানো হয়। রবিবার সকালে মৈপীঠের লোকালয়ে নতুন করে বাঘের আতঙ্ক ছড়ানোয় জঙ্গল সার্চিংয়ের কাজ শুরু করেছেন বন দফতরের কর্মীরা। সেই সঙ্গে স্টিল নেট দিয়ে এলাকা ঘেরার কাজ চলছে জোরকদমে।