আরও উন্মত্ত হয়ে উঠছে দাবানল লস অ্যাঞ্জেলেসে মৃত্যু বেড়ে ১৬

ক্রমশই যেন অপ্রতিরোধ্য হয়ে পড়ছে উন্মত্ত দাবানল। পুড়ে ছাই ১২ হাজার বাড়ি, মৃতের সংখ্যা বেড়ে ১৬। আরও ভয়াবহ হয়ে উঠছে লস অ্যাঞ্জেলেসের দাবানল।

Must read

ক্রমশই যেন অপ্রতিরোধ্য হয়ে পড়ছে উন্মত্ত দাবানল। পুড়ে ছাই ১২ হাজার বাড়ি, মৃতের সংখ্যা বেড়ে ১৬। আরও ভয়াবহ হয়ে উঠছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। হলিউড তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই আজ গৃহহীন। প্রশাসনের আশঙ্কা, আরও তীব্র আকার নিতে পারে এই দাবানল। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন প্রিন্স হ্যারি এবং মেগান মর্কেল। জলের অপ্রতুলতার কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।

আরও পড়ুন-অপরাধমুক্ত সীমান্ত, ভারত কড়া বার্তা দিল বাংলাদেশকে

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ১ লক্ষেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। চোখের নিমেষে পুড়ে ছাই সেলিব্রিটিদের প্রাসাদোপম বাড়ি থেকে শহরের স্থাপত্য কিং তারকাদের দামি গাড়ি। দমকলকর্মীরা বলছেন, পর্যাপ্ত জল না থাকা এবং হাওয়ার গতিবেগ বাড়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলেসে জনজীবন বিপর্যস্ত। ধোঁয়ার কারণে বিপর্যস্ত জনজীবন। এই অসহায় অবস্থায় দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রিন্স হ্যারি এবং মেগান মর্কেল। তুলে দিচ্ছেন ত্রাণসামগ্রী।

Latest article