কেরলে আনভারকে বড় দায়িত্ব তৃণমূলের, দলনেত্রীর সিদ্ধান্তে খুশি

Must read

শুক্রবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন কেরলের প্রাক্তন সিপিএম নেতা পিভি আনভার (PV Anvar)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আনভারকে রাজ্যের আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাঁকে দলের তরফে শুভেচ্ছা জানানো হয়েছে। দায়িত্ব পেয়ে খুশি পিভিও।

আরও পড়ুন- ডাহা ফেল বিজেপি, ব্যর্থ সদস্য সংগ্রহ অভিযানে, মুখ ফিরিয়েছে বাংলা

কেরলের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ পি ভি আনভার (PV Anvar)। প্রথমে কংগ্রেসের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। পরে লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্টের হয়ে নির্বাচনে লড়াই করেন। নীলাম্বুর কেন্দ্র থেকে ২০১৬ ও ২০২১ সালে বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। ২০২৪ সালে তিনি তৈরি করেন নতুন দল ডেমোক্র্যাটিক মুভমেন্ট অব কেরল।

Latest article