আজব ঘোষণা বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সরকারি বোর্ড প্রধানের। ফের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিষ্ণু রাজোরিয়া (Vishnu Rajoria)।
যে সমস্ত ব্রাহ্মণ দম্পতি ৪ সন্তানের জন্ম দেবেন, তাঁরা এক লক্ষ টাকা পুরস্কার পাবেন, মধ্যপ্রদেশের পরশুরাম কল্যাণ বোর্ডের বিষ্ণু (Vishnu Rajoria) এমনই ঘোষণা করেন। তাঁর বক্তব্য,”তরুণদের কাছ থেকে আমার অনেক আশা। আমরা প্রবীণদের কাছ থেকে বেশি কিছু আশা করতে পারি না। মনোযোগ দিয়ে শুনুন, ভবিষ্যত প্রজন্মের সুরক্ষার জন্য আপনার দায়িত্ব। কমবয়সী দম্পতিরা এখন এক সন্তানের পরই থেমে যান। তবে এটি বড় সমস্যা। আমি অনুরোধ করছি, আপনার কমপক্ষে চারটি সন্তানের জন্ম দিন।”
আরও পড়ুন- এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্রেই ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’-এ আবেদনের সুযোগ
ইনদোরে একটি কর্মসূচিতে বিষ্ণুর দাবি, ‘দেশদ্রোহী’-দের সংখ্যা বাড়ছে। তাঁর মতে, হিন্দুরা পরিবারের দিকে নজর দিচ্ছে না বলেই এমনটা হচ্ছে। রাজোরিয়া আরও বলেন, “তরুণরা প্রায়ই বলেন শিক্ষা এখন ব্যয়বহুল। আমি বলব, যে ভাবে হোক সামলান, কিন্তু সন্তান জন্ম দিতে পিছপা হবেন না। অন্যথায় বিদ্বেষীরা এই দেশ দখল করবে”।