সংবাদদাতা, মৈপীঠ : রবিবার গভীর রাতেই খাঁচাবন্দি হয়েছিল দক্ষিণরায় (Tiger)। সোমবার ফিরল জঙ্গলে। বাঘটি পুরোপুরি সুস্থ আছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী জানান, রবিবার সকালে কিশোরীমোহনপুর এলাকায় বাঘ আসার খবরে নজরদারি শুরু হয়। জঙ্গলের চারদিক ঘিরে পাতা হয় খাঁচা। টোপ হিসেবে ব্যবহার করা হয় ছাগল। রাতেই সেই খাঁচায় বন্দি হয় বাঘ।
পূর্ণবয়স্ক বাঘটি (Tiger) বারবার লোকালয়-সংলগ্ন এলাকায় চলে আসছিল বলে প্রাথমিকভাবে মনে করছে বনদফতর৷ বনদফতরের প্রায় ৮০ জনের একটি দল এই অভিযানে ছিল৷ বাঘটি টোপ হিসাবে ছাগলটিকে খায়নি৷ ধরা পরার পর মাংস খেতে দেওয়া হয়েছিল, পুরোটাই খেয়েছে বাঘটি৷
আরও পড়ুন- ৪ সন্তান জন্ম দিলে মিলবে ১ লাখ! আজব ঘোষণা মধ্যপ্রদেশের সরকারি বোর্ড প্রধানের
৬ জানুয়ারি সোমবার সকালে কিশোরীমোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। ৮ তারিখ বুধবার ভোররাতে বাঘ ফিরে যায় জঙ্গলে। পরের দিনই ৯ তারিখ বৃহস্পতিবার সকালে ফের বাঘের পায়ের ছাপ পাওয়া যায় মৈপীঠের নগেনাবাদে। জাল দিয়ে ঘিরে ফেলায় ১০ তারিখ ভোররাতে ফের বাঘ ফিরে যায় জঙ্গলে। ১২ তারিখ রবিবার সকালে মৈপীঠের কিশোরীমোহনপুর এলাকায় গঙ্গার ঘাটে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত বাসিন্দারা। অবশেষে বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে এলাকার বাসিন্দারা।