হ্যান্ডবল ছিল না, পেনাল্টির প্রশ্ন নেই, দাবি ওড়ালেন চিফ রেফারিং অফিসার

সোমবার সেই অভিযোগ কার্যত নস্যাৎ করে দিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটেল।

Must read

প্রতিবেদন : শনিবার ফিরতি ডার্বিতে মোহনবাগানের কাছে হারের পর, ইস্টবেঙ্গলের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, পিভি বিষ্ণুর শট বক্সের মধ্যে আপুইয়ার হাতে লাগলেও, পেনাল্টি (Penalty) দেননি রেফারি। সোমবার সেই অভিযোগ কার্যত নস্যাৎ করে দিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটেল। তাঁর সাফ কথা, ওটা মোটেই হ্যান্ডবল ছিল না।

আরও পড়ুন-সন্তোষ ট্রফিজয়ী বাংলাকে সংবর্ধনা ডায়মন্ড হারবারের

এদিন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে কেটেল বলেন, ‘‘হ্যান্ডবল নিয়ে আমাদের ভুল ধারণা আছে। বল হাতে লেগেছে না হাত বলে লেগেছে, সেটা দেখতে হবে। পেনাল্টি বক্সের মধ্যে কোনও খেলোয়াড়ের হাতে বল লাগলে, রেফারিকে আগে দেখতে হয়, ফুটবলারের হাত ন্যায্য অবস্থানে ছিল কি না। যদি ন্যায্য অবস্থানে হাত থাকে, তাহলে পেনাল্টি নয়।’’
কেটেল আরও বলেছেন, ‘‘ওই ম্যাচের বিতর্কিত ঘটনার পর আমি রিভিউ প্যানেলের সঙ্গে কথা বলি। এই প্যানেলে যেমন প্রাক্তন ফিফা ম্যাচ অফিসিয়াল আছেন। তেমন এএফসির বর্তমান রেফারি অ্যাসেসররাও রয়েছেন। তাঁরা খুব ভাল করে সেদিনের ঘটনা খুঁটিয়ে দেখার পর সিদ্ধান্ত নিয়েছেন, ওটা মোটেই হ্যান্ডবল ছিল না। রেফারি পেনাল্টি না দিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।’’

Latest article