ভারত-পাকিস্তান দ্বৈরথ ওটিটিতে

এবার সেই মহারণ নিয়ে ডকু সিরিজ আনতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স! আগামী মাসেই স্ট্রিমিং শুরু হয়ে যাবে এই ডকু সিরিজের।

Must read

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি : ক্রিকেটের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ দ্বৈরথ হল ভারত-পাকিস্তান মহারণ। ২২ গজে দুই প্রতিবেশী দেশ যতবার মুখোমুখি হয়েছে, ততবারই উত্তেজনার পারদ আকাশ ছুঁয়েছে। রুদ্ধশ্বাস ক্রিকেট-যুদ্ধের সাক্ষী থেকেছে গোটা ক্রিকেট দুনিয়া। এবার সেই মহারণ নিয়ে ডকু সিরিজ আনতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স! আগামী মাসেই স্ট্রিমিং শুরু হয়ে যাবে এই ডকু সিরিজের। যার নাম দেওয়া হয়েছে ‘দ্য গ্রেটেস্ট রাইভ্যালরি : ইন্ডিয়া ভার্সাস পাকিস্তান’। ৭ ফেব্রুয়ারি থেকে স্ট্রিমিং শুরু হবে।

আরও পড়ুন-হ্যান্ডবল ছিল না, পেনাল্টির প্রশ্ন নেই, দাবি ওড়ালেন চিফ রেফারিং অফিসার

এই তথ্যচিত্রে দুই দেশের মাঠে আয়োজিত বিভিন্ন ভারত-পাক ম্যাচের অনেক অজানা কাহিনি তুলে ধরা হবে বলে জানিয়েছেন দুই পরিচালক চন্দ্রদেব ভগত ও স্টুয়ার্ট সাগ। পাশাপাশি দুই দেশের প্রাক্তন তারকাদের বিশেষ সাক্ষাৎকারও থাকবে। এই সিরিজে সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর, জাভেদ মিয়াঁদাদ, বীরেন্দ্র শেহবাগ, ইনজামাম উল হক, ওয়াসিম আক্রম, কপিল দেবদের মতো কিংবদন্তিদের সাক্ষাৎকার থাকবে। তাঁরা ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে স্মৃতিচারণার পাশাপাশি বহু রোমাঞ্চকর ও মজার কাহিনি শোনাবেন। মাঠের বাইরেরও বহু অজানা মুহূর্তকে তুলে ধরা হবে।

Latest article