দিল্লিতে ঠান্ডায় মৃত্যু আশ্রয়হীন ৪৭৪জনের

রাজধানী দিল্লিতে (Delhi) হাড়কাঁপানো শীত এবারে এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে প্রায় ৫০০ জনের। এরমধ্যে ৪৭৪ জনই গৃহহীন।

Must read

প্রতিবেদন: রাজধানী দিল্লিতে (Delhi) হাড়কাঁপানো শীত এবারে এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে প্রায় ৫০০ জনের। এরমধ্যে ৪৭৪ জনই গৃহহীন। মৃত্যু এসেছে গত ১৫ নভেম্বর থেকে ১০ জানুয়ারির মধ্যে। সেন্টার ফর হলিস্টিক ডেভেলপমেন্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। এই সংস্থা সমীক্ষা এবং বিভিন্ন সেবামূলক কাজকর্ম চালায় মূলত ভবঘুরেদের কেন্দ্র করে। তথ্যের দাবি, ৪৭৪ জনের মধ্যে প্রায় ১০০টি মৃতদেহই পাওয়া গিয়েছে দিল্লির সবজি মান্ডি, আনন্দবিহার, হজরত নিজামুদ্দিন, সরাই রোহিলা, দিল্লি ক্যান্টনমেন্ট এবং মেট্রো এলাকায়। প্রতিটি এলাকাই দিল্লির ক্রাইম অ্যান্ড রেলওয়ে পুলিশ এলাকার মধ্যে পড়ে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-দৃষ্টিহীন স্ত্রীকে আগুনে ঠেলে ফেলে পুড়িয়ে মারল স্বামী

শুধুমাত্র ঠান্ডায় মৃত্যুর তথ্য তুলে ধরেই দায়িত্ব শেষ করেনি স্বেচ্ছাসেবী সংস্থাটি, এই ধরনের মৃত্যু প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্যও দৃষ্টি আকর্ষণ করেছে প্রশাসনের। চিঠি দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি, স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনাকে। দাবি জানানো হয়েছে আশ্রয়হীন মানুষের আবাসন এবং আর্থসামাজিক সুরক্ষারও। লক্ষণীয়, দূষণের চোখরাঙানিতে এমনিতেই এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি দেশের রাজধানী। তারওপর শীতের কামড়ে এত মৃত্যু- সত্যিই গভীর দুশ্চিন্তার কারণ বিশেষজ্ঞদের।

Latest article