মহাকুম্ভে কল্পবাসী হলেন জোবস-ঘরণী

মহাকুম্ভে কল্পবাসী হচ্ছেন অ্যাপল-এর সহ প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের (Steve Job)  স্ত্রী লরেন পাওয়েল। ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছেন তিনি।

Must read

প্রতিবেদন: মহাকুম্ভে কল্পবাসী হচ্ছেন অ্যাপল-এর সহ প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের (Steve Job)  স্ত্রী লরেন পাওয়েল। ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছেন তিনি। থাকবেন ২৯ জানুয়ারি পর্যন্ত। সঙ্গমে ডুব দিয়ে পুন্যস্নানের পাশাপাশি সাধুসন্তদের শিবিরে শিবিরে ঘুরে নিয়মিত ধর্মোপদেশ শুনবেন তিনি। অন্যান্য কল্পবাসীদের মতোই অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ জীবনযাত্রার অনুশীলন করবেন তিনি। ভোরের আগেই গঙ্গায় স্নান করে নিয়মিত বসবেন ধ্যান এবং উপাসনায়।

আরও পড়ুন-দিল্লিতে ঠান্ডায় মৃত্যু আশ্রয়হীন ৪৭৪জনের

ইতিমধ্যে নিরঞ্জনী আখড়ায় তাঁর নতুন নাম করণও হয়েছে, কমলা। লক্ষণীয়, মহাকুম্ভের অন্যতম আকর্ষণীয় প্রথা। হিন্দুপুরাণ বলছে, কল্প মানে দীর্ঘসময় এবং বাসের অর্থ বসবাস। গোটা মাঘমাস শীতকে পরোয়া না করে সঙ্গমের বালুতটে থাকতে হয় কল্পবাসীদের। নিষ্ঠার সঙ্গে তা পালন করবেন জোবস-ঘরণী। এদিকে লগ্ন-তিথির অপেক্ষা না করে সোমবারই শুরু হয়ে গিয়েছে শাহিস্নান। কিন্তু প্রশ্ন উঠেছে সঙ্গমের বিলাসবহুল কুটির নিয়ে। প্রতিরাতের খরচ ২০,০০০ টাকা। কুটিরে পা রাখামাত্রই হাতে চলে আসছে ‘ওয়েলকাম ড্রিঙ্কস’। যোগীর সরকার মুখে নেশামুক্ত পুন্যস্নানের কথা বললেও বিলাসবহুল কুটিরে এমন আয়োজন দেখে বিস্মিত পুন্যার্থীরা।

Latest article