টানা ৪ দিন বন্ধ ডানকুনি-শিয়ালদহ লোকাল! দুর্ভোগ যাত্রীদের

Must read

ফের দুর্ভোগ বাড়তে চলেছে যাত্রীদের। ২৩ জানুয়ারি থেকে টানা ৪ দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ডানকুনি-শিয়ালদহ (Dankuni-Sealdah)। তবে এই লাইনে কী কারণে বন্ধ থাকবে ট্রেন?
বালিঘাট ও বালিহল্ট স্টেশনের মাঝে রেল ওভারব্রিজটির (আরওবি) বয়স প্রায় ৯৫ বছর। ব্রিজটি দুর্বল হয়ে পড়েছে। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই ব্রিজটিতে স্টিলের গার্ডার বসানোর কাজ শুরু করবে রেল। সেই সূত্রে আগামী ২৩ জানুয়ারি রাত ১২ থেকে ২৭ জানুয়ারি দমদম-ডানকুনি সেকশনে সমস্ত লোকাল ট্রেন বাতিল থাকবে।

আরও পড়ুন- সংহত ভারত-চিহ্নের ধাত্রী এখন বাংলা

এই ৪ দিন সব মিলিয়ে ১৬০টিরও বেশি লোকাল ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। মেরামতির জন্য চারদিন ধরে ১০০ ঘণ্টা সংশ্লিষ্ট সেকশনে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। সোমবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন শিয়ালদহের (Dankuni-Sealdah) ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) দীপক নিগম।

বাতিল দূরপাল্লার ট্রেনগুলি হল
কলকাতা-পাটনা গরিব রথ
তেভাগা এক্সপ্রেস
শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস
ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস
শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস
শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস
কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস
কলকাতা-হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস

এদিকে, এই চারদিন উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনের বদলে হাওড়া থেকে যাত্রা শুরু করবে। এছাড়া ৩৪টি মেল কিংবা এক্সপ্রেস ট্রেন এই ক’দিন দমদম-নৈহাটি লাইন দিয়ে ঘুরিয়ে চালানো হবে।

Latest article