মোদিকে ধুয়ে দিলেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে গঙ্গাসাগরে ভাঙন এবং মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের বিষয়ে কেন্দ্রকে তুলোধনা করেছেন তিনি।
শঙ্করাচার্য জানান মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরি করছে রাজ্য সরকার। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কিন্তু কেন্দ্র কোনও সহায়তা করছে না রাজ্যকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মোদির কোনও স্নেহ নেই।
গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্করাচার্য বলেন, “মোদিজি, যোগীজি পারলে প্রয়াগরাজে আমাকে ঢুকতে দেবেন না। তবে আমাকে দমানো সহজ হবে নয়। আমি যাব। শুনুন, ওঁরা আমায় ভয় করেন।”
আরও পড়ুন- অতিশীর বিরুদ্ধে FIR, বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কেজরি
এদিকে গঙ্গাসাগরমেলাকে (Gangasagar Mela) কেন্দ্রীয় সরকারের তরফে এখনও জাতীয় মেলার তকমা না দেওয়ার প্রসঙ্গে তাঁর সাফ বক্তব্য, “গঙ্গাসাগর জাতীয় মেলা। না হলে আমি এখানে আসতাম নাকি? কেন্দ্র তকমা না দিলেও কিছু যায়-আসে না। ওদের অপেক্ষায় থাকার প্রয়োজনই নেই। গঙ্গাসাগরকে সাধারণ মানুষই জাতীয় মেলা করে তুলেছে।”
এছাড়া এদিন বাংলাদেশ থেকে মহাকুম্ভ, মোদি-যোগী, আর জি কর, বাংলায় জঙ্গিদের গ্রেফতারি নিয়েও কেন্দ্রকে ধুয়ে দিয়েছেন শঙ্করাচার্য।