ফের লাইনচ্যুত ট্রেন, চালকের তৎপরতায় রক্ষা ৫০০ যাত্রীর

মেমু ট্রেনটির একটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। প্রচণ্ড শব্দ হতেই সতর্ক হন চালক। তৎপরতার সঙ্গে তখনই ট্রেনটি থামিয়ে দেন চালক।

Must read

প্রতিবেদন : ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা (Train accident)! তামিলনাড়ুতে লাইনচ্যুত লোকাল ট্রেন। বরাতজোরে বাঁচল ৫০০ প্রাণ। কিন্তু মনে মৃত্যুভয় নিয়ে সাধারণ মানুষের এই রেলসফর আর কতদিন? প্রশ্ন উঠছে সর্বত্র। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রতিদিনই ভারতীয় রেলের নতুন নতুন প্রযুক্তি ও সাফল্যের খতিয়ান তুলে ধরতে ব্যস্ত। কিন্তু আসলে রেলমন্ত্রক যে শুধুই অন্তঃসারশূন্য কঙ্কালসার চেহারায় পরিণত হয়েছে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন-দিল্লি, বিজেপি প্রার্থীর জব ফেয়ারের নিষেধাজ্ঞা কমিশনের

মঙ্গলবার ভোরে তামিলনাড়ুর ভিল্লুপুরম থেকে পুদুচেরিগামী একটি লোকাল ট্রেন বেলাইন হয়। ভিল্লুপুরম ছেড়ে বেরোনোর পরই একটি বাঁক ঘুরতে গিয়ে বিপত্তি ঘটে। মেমু ট্রেনটির একটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। প্রচণ্ড শব্দ হতেই সতর্ক হন চালক। তৎপরতার সঙ্গে তখনই ট্রেনটি থামিয়ে দেন চালক। সেইসময় ট্রেনে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। চালকের বিচক্ষণতাতেই প্রাণ বাঁচে যাত্রীদের। তবে প্রায় তিনঘণ্টা বন্ধ হয়ে যায় ভিল্লুপুরম-পুদুচেরি রুটের ট্রেন চলাচল।

Latest article