জনপ্রিয় টিকটক কিনতে পারে এক্স

অর্থাৎ, আমেরিকার বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাইটড্যান্সের কর্তৃত্ব ছেড়ে বেরিয়ে আসতে হবে টিকটককে।

Must read

প্রতিবেদন : সমাজমাধ্যমে জনপ্রিয় চিনা সংস্থা টিকটক শেষপর্যন্ত আমেরিকায় ব্যবসা করার সুযোগ না পেলে তা বিক্রি করে দিতে পারে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থাকে। সেক্ষেত্রে মাস্কের সংস্থা এক্স চালাতে পারে টিকটক। এমন সম্ভাবনা জোরালো হচ্ছে।
মার্কিন মুলুকে নিষেধাজ্ঞার দেওয়াল ভাঙতে না পারলে বিকল্প পন্থা কী হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। তেমন পরিস্থিতি তৈরি হলে আমেরিকার ধনকুবের ইলন মাস্কের কাছে ‘টিকটিক আমেরিকা’ বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছেন ‘বাইটড্যান্স’ কর্তারা। একটি রিপোর্টে উঠে এসেছে তেমনটাই। বিষয়টি নিয়ে এক রিপোর্ট প্রকাশ করেছে ব্লুমবার্গ নিউজ।

আরও পড়ুন-দুর্নীতি ইডি অফিসারের তোপে এবার সিবিআই

আমেরিকায় চিনা সংস্থা ‘টিকটক’-এর ভাগ্য নির্ধারিত হবে সে দেশের সুপ্রিম কোর্টে। ১৯ জানুয়ারির মধ্যে আমেরিকায় টিকটক নিষিদ্ধ করা যেতে পারে কি না তা নিয়ে সম্প্রতি দীর্ঘ শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। শুনানি শেষে প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করার আইন বহাল রাখার ইঙ্গিতই দিয়েছেন বিচারপতিরা। একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, চাইলে ‘টিকটক আমেরিকা’কে বিক্রি করে দিতে পারে মূল সংস্থা। অর্থাৎ, আমেরিকার বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাইটড্যান্সের কর্তৃত্ব ছেড়ে বেরিয়ে আসতে হবে টিকটককে।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, আদালতের রায় যদি ‘টিকটক’-এর পক্ষে যায়, তা হলে ‘টিকটক আমেরিকা’র মালিকানা নিজের হাতেই রাখবে সমাজমাধ্যমটির মূল সংস্থা ‘বাইটড্যান্স’। কিন্তু যদি তা বিপক্ষে যায়, তাহলে তারা তা বিক্রি করে দিতে পারে ইলন মাস্কের কাছে। তেমন পরিস্থিতি হলে ‘টিকটক আমেরিকা’র নিয়ন্ত্রণ নিতে পারে ইলন মাস্কের মালিকানাধীন সমাজমাধ্যম ‘এক্স’।

Latest article