প্রতিবেদন : রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের পূর্বাঞ্চলীয় যোগ্যতা অর্জন পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ১-১ ড্র করল ডায়মন্ড হারবার এফসি। নৈহাটি স্টেডিয়ামে আগাগোড়া ভাল ফুটবল খেললেও জুনিয়র লিগের প্রথম ম্যাচ থেকে পুরো পয়েন্ট এল না ডায়মন্ড হারবারের। সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবকে।
প্রথমার্ধটা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি ডায়মন্ড হারবার। ৩৮ মিনিটে আমন সি কে-র গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধে ভুল শুধরে নিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় ডায়মন্ড হারবার। চিরাগ ভুজেলের গোলে খেলায় সমতা ফেরায় তারা। তবে আরও বেশি গোল করতে পারত ডায়মন্ড হারবার। কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, ‘‘প্রথমার্ধে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে আমরাই ভাল খেলেছি। বেশ কিছু সুযোগ নষ্ট হয়েছে। তবে ছেলেরা চেষ্টা করেছে।’’
আরও পড়ুন-জনপ্রিয় টিকটক কিনতে পারে এক্স
কল্যাণীতে আরএফডিএল-এ অন্য ম্যাচে মোহনবাগানও তাদের প্রথম ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ১-১ ড্র করেছে। তবে মহামেডান জয় দিয়ে শুরু করেছে। ৩-০ গোলে তারা হারিয়েছে ইউনাইটেড স্পোর্টসকে।
এদিকে, ডায়মন্ড হারবার ও ইস্টবেঙ্গলের মধ্যে কলকাতা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ ম্যাচের দিন নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারছে না আইএফএ। ফলে লিগ শেষ করা নিয়ে জট অব্যাহত।