প্রতিবেদন : ১২ বছরে উষ্ণতম পৌষসংক্রান্তি! কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে! আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় তাপমাত্রা ছুঁয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। পার্শ্ববর্তী জেলাগুলিতে খানিক কম। পৌষমাসের শেষদিনগুলিতে হাড়কাঁপানো শীতের বদলে সঙ্গী হিমেল হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন পারদ তেমন ওঠানামা করবে না। ফলে তাপমাত্রা খুব একটা বদলের সম্ভাবনা নেই।
আরও পড়ুন-পিছিয়ে পড়েও ড্র ডায়মন্ড হারবারের
এদিকে, মঙ্গলবার সকাল ৬.৫৮ থেকে শুরু হয়েছে গঙ্গাসাগরে পুণ্যস্নান। চলবে বুধবার সকাল পর্যন্ত। শীতের কামড় খানিকটা কম থাকায় কিছুটা সুবিধায় পুণ্যার্থীরা। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চার-পাঁচদিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। ১৮ জানুয়ারির আগে সর্বনিম্ন তাপমাত্রা কমারও কোনও সম্ভাবনা নেই। কী কারণে উধাও কনকনে ঠান্ডা? নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। যার জেরে ধাক্কা খাচ্ছে উত্তুরে হাওয়ার অবাধ গতিপথ। এছাড়া জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়। জোড়া বাধায় শীতের ব্যাটিং বাধাপ্রাপ্ত। দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশা থাকতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। উত্তরে রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশার দাপট। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নিচে থাকবে। প্রশাসনের তরফে পর্যটকদের সতর্ক করা হয়েছে।