ক্রীড়ামন্ত্রীকে নালিশ করবে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল, প্র্যাকটিসে নামলেন রিচার্ড

আইএসএলে ইস্টবেঙ্গলের প্রতি অবিচার করা হচ্ছে। ফেডারেশন ও এফএসডিএলের সঙ্গে অশুভ শক্তির আঁতাতের অভিযোগ। তার পরিণাম নাকি খারাপ রেফারিং।

Must read

প্রতিবেদন : আইএসএলে ইস্টবেঙ্গলের প্রতি অবিচার করা হচ্ছে। ফেডারেশন ও এফএসডিএলের সঙ্গে অশুভ শক্তির আঁতাতের অভিযোগ। তার পরিণাম নাকি খারাপ রেফারিং। চিঠির পর চিঠি দিয়ে সুরাহা না হওয়ায় এবার ক্রীড়ামন্ত্রকে অভিযোগ জানাতে চলেছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ক্লাবের প্রতি অবিচার নিয়ে সরব হলেন তিন শীর্ষকর্তা দেবব্রত সরকার, রূপক সাহা ও সৈকত গঙ্গোপাধ্যায়।
বিভিন্ন ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের ভিডিও ক্লিপিংস দেখিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের বক্তব্য, ‘‘ফেডারেশন এতটাই অযোগ্য এবং দুর্বল যে, দেশের ফুটবলকে একটি বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দিয়েছে। দেশের প্রধান লিগ প্রাইভেট কোম্পানি নিয়ন্ত্রণ করছে। যারা শুধুমাত্র তাদের ধনী এবং ক্ষমতাশালী বন্ধুদের সুযোগ-সুবিধা প্রদান করছে। এভাবেই ভারতীয় ফুটবলকে তারা ক্রমশ অন্ধকারে ঠেলে দিচ্ছে।’’
ক্ষুব্ধ লাল-হলুদ শীর্ষকর্তারা আরও বলেন, ‘‘আইএসএল কর্তৃপক্ষ সম্ভবত ‘ওয়ান সিটি ওয়ান টিম’ নীতি আঁকড়ে থাকতে চাইছে। তাই ইস্টবেঙ্গলের প্রতি নানাভাবে অবিচার হচ্ছে। রেফারি কমিটির প্রধানের মুখে ডার্বিতে হ্যান্ডবল নিয়ে হাস্যকর যুক্তি শুনে মনে হচ্ছে, ফুটবল বিশেষজ্ঞরা কিছুই বোঝেন না। এই অনাচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্লাব শেষদিন পর্যন্ত লড়াই করবে। আমরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা পরিস্থিতি তুলে ধরব এবং তাঁর হস্তক্ষেপের দাবি জানাব।’’

আরও পড়ুন-থাইরয়েড

ইস্টবেঙ্গলের অভিযোগ নিয়ে কটাক্ষ শোনা গিয়েছে মোহনবাগান সচিব দেবাশিস দত্তর গলায়। তিনি বলেন, ‘‘ওরা মাধ্যমিক পাশ না করেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছে। আইএসএলের পারফরম্যান্সে হতাশ হওয়াটা স্বাভাবিক। বাইচুং ভুটিয়া আগেই বলেছিল, আই লিগ খেলে তৈরি হওয়া উচিত ছিল ইস্টবেঙ্গলের।’’
মঙ্গলবার থেকেই এফসি গোয়া ম্যাচের প্রস্তুতি শুরু করল ইস্টবেঙ্গল। নতুন বিদেশি ফরোয়ার্ড রিচার্ড সেলিস অনুশীলনে নামেন। গোয়ার বিরুদ্ধে তিনি খেলতে পারেন। আনোয়ার আলি এখনও ফিট নন। আনোয়ারের পাশাপাশি এদিন অনুশীলন করেননি হিজাজি, হেক্টরও।

Latest article