এক শিশুকে ধর্ষণ ও খুনের তদন্তে তৎপর পুলিশ। গুড়াপে নাবালিকাকে ধর্ষণ ও খুনের (Gurap Rape-Murder case) ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। ঘটনার ৫২ দিনের মাথায় রায়দান করল আদালত। আগামী ১৭ জানুয়ারি এই মামলায় শাস্তি ঘোষণা করবেন বিচারক।
গত ২৪ নভেম্বর, রবিবার গুড়াপের একটি গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ (Gurap Rape-Murder case) করে খুনের অভিযোগ ওঠে। পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে সিট গঠন করে এই মামলার তদন্ত শুরু করেছিল হুগলি পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক প্রমাণ পেশ করা হয় আদালতে। এই মামলায় ৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। ১১ তারিখ চার্জ গঠন হয়। মোট ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে বুধবার অভিযুক্ত অশোক সিং-কে দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া পকসো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী।
আরও পড়ুন- CBI-এ আস্থা নেই! তদন্তকারী সংস্থা বদলের আর্জি নিয়ে শীর্ষ আদালতে নির্যাতিতার বাবা-মা
ঘটনার দিন সন্ধেয় পাশের বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি। বেশ কিছুক্ষণ ধরেই তাকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। প্রতিবেশীরা মেয়েটিকে খোঁজার পর অবশেষে অশোক সিং-এর বাড়িতে তাকে পাওয়া যায়। প্রতক্ষদর্শীরা জানান উদ্ধার করার সময় নাবালিকা বিবস্ত্র অবস্থায় ছিল। তাকে হত্যা করে কম্বল, মশারি, কাঠ চাপা দিয়ে ঘরে রেখে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
শিশুটির দেহ খুঁজে পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন স্থানীয়রা। গুড়াপ থানার পুলিশ অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করে। পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। পরের দিনই শিশুটির দেহের ময়নাতদন্ত করা হয়। এরপর বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত।