কালিয়াচক-কাণ্ডে ধৃত ১

Must read

প্রতিবেদন : মালদহের কালিয়াচকে (Kaliachak case) তৃণমূলকর্মী খুনের ঘটনায় গ্রেফতার হল মূল অভিযুক্ত জাকির শেখের ঘনিষ্ঠ আমির হামজা (২৪)। আমির দরিয়াপুর নয়াবস্তির বাসিন্দা। তাকে জেরা করে আরও কয়েকজনের খোঁজ করা হচ্ছে। পুলিশ মনে করছে এই হামলায় মূল চক্রী জাকির শেখ। তার শাগরেদদের গ্রেফতার করে পুলিশ জাকিরের হদিশ পেতে চাইছে। উল্লেখ্য, খুনের ঘটনায় মঙ্গলবার রাতের মধ্যেই ১০ জনকে আটক করেছিল পুলিশ। চলছিল জিজ্ঞাসাবাদ। তারপরই আমির হামজার খোঁজ মেলে। গ্রেফতার করা হয়। বুধবার সকাল থেকেই ঘটনাস্থলে ডগ স্কোয়াড নিয়ে চলছিল তল্লাশি।

আরও পড়ুন- CBI-এ আস্থা নেই! তদন্তকারী সংস্থা বদলের আর্জি নিয়ে শীর্ষ আদালতে নির্যাতিতার বাবা-মা

Latest article