সরকারের সঙ্গে তুলনা নয়, বললেন অভিষেক

Must read

প্রতিবেদন : সেবাশ্রয়ের সঙ্গে রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবার তুলনা নয়। মা-মাটি-মানুষের সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবার প্রভূত উন্নতি হয়েছে। আমাদের সেবাশ্রয় শিবিরে আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং সাধ্য মতো চেষ্টা করছি। স্পষ্ট বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায় সেবাশ্রয় শুরুর পর থেকে এখনও পর্যন্ত বিপুল সাড়া পাওয়া গিয়েছে। শুধু ডায়মন্ড হারবার নয়, আরামবাগ, জলপাইগুড়ির মতো জায়গা থেকেও চিকিৎসার জন্য মানুষ এসেছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তাঁদের চিকিৎসা পরিষেবা দেওয়া। আমাদের সাধ্য মতো ভবিষ্যতেও চেষ্টা করব। বুধবার ফলতায় শিবির পরিদর্শনে গিয়ে জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, যে পরিমাণ লোক বাড়ছে তা সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। একারণে ডাক্তারদের কাছে কৃতজ্ঞ। ভিড়ের কারণে ডাক্তারদের চেম্বার বাড়াতে হয়। আগামী মার্চ মাসে একটি মেগা শিবির হবে। একটি বিষয় তিনি (Abhishek Banerjee) স্পষ্ট করে দেন, এই সেবাশ্রয়ের সঙ্গে রাজ্য স্বাস্থ্য পরিষেবার কোনও বিরোধ নেই। বরং মা-মাটি-মানুষের সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলায় স্বাস্থ্য পরিষেবার প্রভূত উন্নতি হয়েছে। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলীয় শৃঙ্খলা, মালদহের দুই নেতা খুন, দিল্লিতে আপকে সমর্থন, শিল্পীদের নিয়ে তাঁর অবস্থান— সবটাই স্পষ্ট করেছেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, দলীয় শৃঙ্খলার ঊর্ধে কেউ নন। এ প্রসঙ্গে বাম-বিজেপির মতো দলে অরাজকতার ফারাক পরিষ্কার করে দেন। স্যালাইন-কাণ্ড তাঁর স্পষ্ট কথা, দোষ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, মানুষের জীবনের থেকে বড় কিছু হতে পারে না। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। তবে সেবাশ্রয়ের ভিড় নিয়ে তিনি যারপরনাই খুশি।

আরও পড়ুন- বাঘাযতীনে ভাঙা হচ্ছে বহুতল, ঘটনায় নিযুক্ত করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞকে

Latest article