মাধ্যমিকের সেন্টার হওয়া স্কুলের শিক্ষকদের ছুটি নিয়ে বড় ঘোষণা, নির্দেশিকা জারি পর্ষদের

Must read

মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) হাতে গোনা আর কয়েকদিন বাকি। এই পরিস্থিতিতে এবার যে সমস্ত স্কুলগুলি সেন্টার হবে তার শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শুরু ১০ ফেব্রুয়ারি। অ্যাডমিট কার্ডের দেওয়া হবে ৩০ জানুয়ারি সকাল ১১ টা থেকে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি সংক্রান্ত বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ একটি নিয়ম প্রকাশ্যে এনেছে।

বুধবার নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার সময় যে সমস্ত স্কুলগুলি সেন্টার হবে সেখানকার শিক্ষক ও শিক্ষাকর্মীরা ছুটি পাবেন না। যদি ছুটির আবেদন করতে হয়, সেক্ষেত্রে মানতে হবে বেশ কিছু নিয়মও। সব শর্ত পূরণ হলে তবেই মঞ্জুর হবে ছুটি।

আরও পড়ুন- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে? জানাল পর্ষদ

শর্ত হল
* শুধুমাত্র সন্তান মাধ্যমিক (Madhyamik Exam) কিংবা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হলেই মিলতে পারে ছুটি। সে ক্ষেত্রে, সন্তানের পরীক্ষার রুটিন, অ্যাডমিট কার্ড-সহ যাবতীয় নথি প্রমাণ হিসাবে জমা দিতে হবে। মা-বাবা দু’জনেই যদি শিক্ষক বা শিক্ষাকর্মী হন, তা হলে ছুটি নিতে পারবেন যে কোনও একজন। পরীক্ষা শুরুর অন্তত ২১ দিন আগে ছুটির আবেদন করতে হবে।

* সন্তান মাধ্যমিক পরীক্ষার্থী, এমন কোনও শিক্ষক যদি ছুটি না নেন, তা হলে তাঁকে প্রশ্নপত্র খোলা, বিতরণ করা কিংবা পরীক্ষকের দায়িত্ব দেওয়া যাবে না।
আরও একবার রইল মাধ্যমিক পরীক্ষার রুটিন

১০ ফেব্রুয়ারি- প্রথম ভাষা
১১ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষা
১৫ ফেব্রুয়ারি- অঙ্ক
১৭ ফেব্রুয়ারি- ইতিহাস
১৮ ফেব্রুয়ারি- ভূগোল
১৯ ফেব্রুয়ারি- জীবন বিজ্ঞান
২০ ফেব্রুয়ারি- পদার্থ বিজ্ঞান
২২ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয়

Latest article