ফের একবার গল্ফগ্রিন থানার (Golfgreen Police station) পিছনের দিক থেকে এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধার হল। বাড়িতেই খাটের নিচ থেকে পুলিশ দেহটি উদ্ধার করেছে। সূত্রের খবর, ওই বাড়িতে তরুণী মায়ের সঙ্গে থাকতেন তবে গলায় ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতার নাম নাফিসা খাতুন (৪২)। সাউথ সিটিতে রান্নার কাজ করতেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গল্ফগ্রিন থানার পুলিশ। এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও সেখানে পৌঁছয়। কখন মৃত্যু হয়েছে, মৃত্যুর আগের ঠিক কি ঘটনা ঘটেছিল, কোন ধরনের অস্ত্র দিয়ে তাঁকে খুন করা হয়েছে সবই খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন-মাধ্যমিকের সেন্টার হওয়া স্কুলের শিক্ষকদের ছুটি নিয়ে বড় ঘোষণা, নির্দেশিকা জারি পর্ষদের
আপাতত পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে করছে তদন্তকারী অফিসারেরা। এছাড়া আততায়ীর সম্পর্কেও কিছুটা হলেও ধারণা হবে। কয়েক মাস আগে গল্ফগ্রিন থেকে এক তরুণীর কাটা মুন্ডু উদ্ধার হয়। দেহের বাকি অংশ খুঁজে পেতে রীতিমতো বেগ পেতে হয়েছিল পুলিশ। ফের একই ঘটনার পুনরাবৃত্তি।