ঘরে ঢুকে বলিউডের ‘নবাবের’ ওপর হামলা, অধরা দুষ্কৃতী

Must read

গভীর রাতে বলিউড অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলা। বাড়িতে ঢুকে তাঁকে একাধিকবার কোপাল দুষ্কৃতীরা। আহত অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন বলি ‘নবাব’।

আরও পড়ুন- ভোটের মুখে কেজরিকে বিপাকে ফেলতে নয়া চক্রান্ত বিজেপির, ইডিকে অনুমোদন দিল মোদি সরকার

বুধবার রাত ২টো নাগাদ সইফের বাড়িতে হানা দেয় দুষ্কৃতী। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, ডাকাতির উদ্দেশ্যেই এই হানা। দুষ্কৃতী যখন সে বাড়িতে ঢোকে, সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা (Saif Ali Khan) এব‌ং তাঁর পরিবারের অন্য সদস্যেরা। দুষ্কৃতীকে বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির সময়ই একাধিকবার সইফকে আঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতী। তবে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন সইফ আপাতত বিপদমুক্ত।

ঘটনার তদন্ত শুরু করেছে বান্দ্রা থানার পুলিশ। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। এই ঘটনায় এখনও অধরা দুষ্কৃতী।

Latest article