প্রতিবেদন : শীতের বিকেলে মোহনবাগান মাঠে নতুন ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন করতে এসে ফিতে কেটেই নেটে স্টাম্পের পিছনে দু’হাত জড়ো করে হাঁটু মুড়ে দাঁড়িয়ে পড়েছিলেন। উইকেটকিপিং টেকনিকে যেন মরচে ধরেনি। তিনি সৈয়দ কিরমানি (Syed Kirmani)। ’৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য। রডনি মার্শ, অ্যালান নট, বব টেলরদের মতো জুরিদের বিচারে সেবার বিশ্বের সেরা উইকেটকিপারের স্বীকৃতি পেয়েছিলেন কিরমানি। মোহনবাগানে এসে আপ্লুত ভারতের সর্বকালের অন্যতম সেরা উইকেটকিপার। কিরমানিকে সাম্মানিক আজীবন সদস্যপদ দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে।
বুধবার কিংবদন্তি চুনী গোস্বামীর ৮৭তম জন্মবার্ষিকীর দিনটিতেই পালন করা হল ক্লাবের ইতিহাসে প্রথম ক্রিকেট দিবস। ক্লাব সচিব দেবাশিস দত্ত ঘোষণা করলেন, এখন থেকে প্রতি বছর ১৫ জানুয়ারি দিনটিতেই পালিত হবে ক্রিকেট দিবস। ঠিক যেভাবে ২৯ জুলাই মোহনবাগান দিবস পালিত হয়। চুনীর স্ত্রী বাসন্তী গোস্বামী বললেন, ‘‘মোহনবাগান ক্লাব যে সম্মান ওকে দিল তাতে আমি অভিভূত।’’
আরও পড়ুন- পরিবেশ ধ্বংসকারী মোদি সরকার আর নেই দরকার
ক্রিকেটার, ফুটবলার চুনীর সঙ্গে কখনও না খেললেও তিনিই ছিলেন কিরমানির (Syed Kirmani) ছোটবেলার হিরো। মোহনবাগান ক্লাবে ক্রিকেটের গর্বের ইতিহাস জেনে মুগ্ধ কিরমানি। দর্শক আসনে তখন ক্লাবের প্রাক্তন ও বর্তমান ক্রিকেট অধিনায়করা। গত পাঁচ দশকের ক্রিকেটারদের এমন মিলনমেলা ময়দান আগে কখনও দেখেনি। সম্বরণ, প্রণব রায়দের এতদিন পর দেখে অভিভূত কপিল দেবদের প্রাক্তন সতীর্থ। মঞ্চে কিরমানির পাশেই তখন চুনীর স্ত্রী বাসন্তী গোস্বামী। চুনী-জায়ার পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন কিরমানি। বললেন, ‘‘চুনীদা তখন আমার হিরো। ওঁর বিরুদ্ধে খেলার সুযোগ হয়নি। তবে স্কুল, কলেজ জীবনে খেলা দেখেছি। ওই সময় সকলেই তাঁর খেলা দেখে মুগ্ধ হতেন। চুনী গোস্বামীর জন্মদিনে এখানে ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন করতে পেরে দারুণ খুশি। মোহনবাগান দেশের এক নম্বর ফুটবল ক্লাব।’’
নিজের আত্মজীবনী ‘স্টাম্পড’-এর লঞ্চিং মোহনবাগান ক্লাবে করতে চেয়েছেন কিরমানি। নিজের স্বাক্ষর করা আত্মজীবনীর একটি কপি ক্লাবের গ্রন্থাগারে রাখার জন্যও দিয়েছেন তিনি। এদিন অনুষ্ঠানে ছিলেন অনেক তরুণ ক্রিকেটাররাও। তাঁদের উদ্দেশে কিরমানির পরামর্শ, ‘‘প্রতিভা থাকলেও আগে সৎ থাকতে হবে। অবশ্যই শৃঙ্খলায় জোর দিতে হবে।’’
ক্লাবের প্রাক্তন অধিনায়ক ও বিশিষ্ট ক্রিকেটারদের সংবর্ধনা দিল মোহনবাগান। দেব মুখোপাধ্যায়, পলাশ নন্দী, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, প্রণব রায়, শরদিন্দু মুখোপাধ্যায়, মলয় বন্দ্যোপাধ্যায়, গৌতম সোম জুনিয়র, উদয়ভানু বন্দ্যোপাধ্যায়, বরুণ বর্মণদের সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে এবং স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী অরূপ রায়, মলয় ঘটক, কুণাল ঘোষ, মানস ভট্টাচার্য-সহ ক্লাবের কর্মসমিতির সদস্যরা। শেষে ফুটবল ও উইকেটকিপিং গ্লাভসে সই করে মোহনবাগান তাঁবু ছাড়েন কিরমানি।