কাঁথি সমবায় ভোট : দলের প্যানেল মানতে হবে, স্পষ্ট নির্দেশ দলনেত্রীর

Must read

প্রতিবেদন : কাঁথি সমবায় ব্যাঙ্কের (Kanthi Cooperative Vote) বোর্ড অফ ডিরেক্টর্স বাছাইয়ের ভোটে দলের তৈরি করে দেওয়া প্যানেলকেই মেনে নিতে হবে। স্পষ্ট নির্দেশ দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি পূর্ব মেদিনীপুরের দলের বিধায়ক ও সাংগঠনিক জেলা সভাপতি ও নেতাদের ডেকে বৈঠক করেন। বুধবার দুপুরে ভবানীপুরে দলের অফসে জেলা তৃণমূলের ৯ বিধায়ক ও নেতাদের নিয়ে বৈঠকে বসেন রাজ্য সভাপতি। ওই বৈঠকের মাঝেই ফোনে সরাসরি দলীয় নেতৃত্বকে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, দলের নীতি ও দলের ঘোষিত প্যানেল সকলকে মানতে হবে। কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। কেউ যদি দলের সিদ্ধান্ত না মানেন তবে দলের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, এই ব্যাঙ্কের কে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তা তিনিই পরবর্তী সময়ে জানিয়ে দেবেন। চেয়ারপার্সন হিসেবে তাঁর বার্তা, নির্দেশের কোনওরকম অন্যথা হওয়া চলবে না। নয়তো দলীয় শৃঙ্খলা রক্ষা করতে যা যা করণীয় তা তিনি করতে দ্বিধা বোধ করবেন না। উল্লেখ্য, ৩১ জানুয়ারি বোর্ড নির্বাচন। ৯ জানুয়ারি বোর্ড বাছাইয়ের জন্য পূর্ব মেদিনীপুরের নেতাদের নিয়ে কলকাতায় বৈঠক করেছিলেন রাজ্য সভাপতি। সেখানেই দলীয় প্যানেল জানিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- ’৮৩-র বিশ্বজয়ীকে সদস্যপদ মোহনবাগানের! চুনীদা আমার হিরো : কিরমানি

Latest article