পর্যটকের মৃত্যু

Must read

প্রতিবেদন : পাহাড়ে বেড়াতে এসে বাঙালি পর্যটকের (tourist) মৃত্যু। মৃতের নাম রাজনারায়ণ দে(৫৫)। পূর্ব বর্ধমানের বাসিন্দা। মঙ্গলবার ৮ জনের একটি দল কালিম্পঙে পৌঁছে সেখান থেকে শিটঙ্গে যান। সেখানে রাত্রিবাসের সময় হোমস্টেতেই অসুস্থ হন। পরে রম্ভীর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন- কাঁথি সমবায় ভোট : দলের প্যানেল মানতে হবে, স্পষ্ট নির্দেশ দলনেত্রীর

Latest article