রাতারাতি গল্ফ গ্রিনে মহিলা হত্যাকাণ্ডের (golf green murder) সমাধান করল কলকাতা পুলিশ। মহিলা খুনে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। টানা জেরার পর খুনের কথা স্বীকার করেছে মৃতার ভাইপো।
পুলিশ সূত্রে খবর, ধৃত ভাইপো ওই মহিলার কাছ থেকে ১০ হাজার টাকা চেয়েছিল। কিন্তু ওই মহিলার টাকা দিতে রাজি না হলে রাগের মাথায় ভাইপো তাঁকে খুন করে। বুধবার রাতেই মৃতার ভাইপো সাবির আলিকে গ্রেফতার করা হয়। বয়স ৩৮-এর যুবক হরিদেবপুরের ঢালিপাড়ার বাসিন্দা।
আরও পড়ুন- কাঁথি সমবায় ভোট : দলের প্যানেল মানতে হবে, স্পষ্ট নির্দেশ দলনেত্রীর
গতকাল গল্ফ গ্রিনের রাজেন্দ্র কলোনিতে মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। খাটের তলায় ছিল নাফিসা খাতুনের রক্তাক্ত দেহ। শরীরে ধারালো অস্ত্রের আঘাত, আগেই খুন বলে অনুমান পুলিশের। মায়ের সঙ্গে ফ্ল্যাটে থাকতেন নাফিসা, কাজ করতেন সাউথ সিটিতে।