আজব যুক্তি জেলা প্রশাসনের, ছাত্রীদের পোশাক খোলানোয় নির্দোষ প্রিন্সিপাল

কিছুদিন আগে ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদের একটি স্কুলে কয়েক জন ছাত্রীকে পোশাক ছাড়া বাড়ি পাঠানোর অভিযোগ ওঠে স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে।

Must read

কিছুদিন আগে ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদের একটি স্কুলে কয়েক জন ছাত্রীকে পোশাক ছাড়া বাড়ি পাঠানোর অভিযোগ ওঠে স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে। দিনটি ছিল ‘পেন ডে’ (Pen day)। দশম শ্রেণির পরীক্ষার শেষ দিনে পরস্পরের পোশাকে বার্তা লিখছিল ছাত্রীরা। এই ‘অপরাধে’ ৮০ জন ছাত্রীর জামা খোলান প্রিন্সিপাল। শুধু ব্লেজ়ার পরিয়েই বাড়ি পাঠানো হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়ে যায়। প্রিন্সিপালের এই ধরনের কাজের সমালোচনার ঝড় বয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় হল স্কুলে ছাত্রীদের পোশাক খুলিয়ে বাড়ি পাঠানোর ঘটনাকে প্রিন্সিপালের ভুল নয় বলে দাবি করলেন জেলা প্রশাসন।

আরও পড়ুন-‘প্রোমোটারের গাফিলতিতে বিল্ডিং বিপর্যয়’ ক্ষুব্ধ ফিরহাদ হাকিম

এই ঘটনাটি নিয়ে চাপ বাড়ার ফলে তদন্তের ভার দেওয়া হয় মহকুমাশাসক তাজেশ কুমারকে। তাঁর নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়। সোমবার সেই দল রিপোর্ট দেওয়ার পর তদন্তকারী দল জানায় দু’পক্ষের সঙ্গে কথা বলে মহকুমাশাসক বলেন অভিভাবক এবং তদন্তকারী দলকে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে কিন্তু আপত্তিজনক কোনও কিছু পাওয়া যায় নি।

আরও পড়ুন-সইফের দ্রুত আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, এদিনের এই ঘটনার পর অভিভাবকেরা প্রিন্সিপালের শাস্তির দাবিতে সরব হন। ডেপুটি কমিশনারের অফিসেও যান বেশ কয়েকজন অভিভাবক। বিষয়টি নিয়ে বিক্ষোভের আঁচ বাড়তে শুরু করলে যদিও প্রিন্সিপাল ক্ষমাপ্রার্থনা করেন।

Latest article