ভোটের প্রচারে প্রযুক্তির অপব্যবহার রুখতে তৎপর কমিশন

ওই নির্দেশিকায় রাজনৈতিক দলগুলিকে ‘দায়িত্বশীল ভাবে’ এবং ‘স্বচ্ছতার সঙ্গে’ নির্বাচনী প্রচারে এআই ব্যবহার করার কথা জানানো হয়েছে।

Must read

দিল্লির (Delhi) বিধানসভা ভোটের আগে প্রযুক্তিগত সমস্যার মোকাবিলা করতে তৎপর নির্বাচন কমিশন (Election commission)। রাজনৈতিক দলগুলি যাতে প্রতিপক্ষকে নিশানা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কোনরকম অপপ্রয়োগ না করতে পারে কমিশনের তরফে সেই বিষয়টি নিশ্চিত করতে বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুন-‘বাংলার আইন শৃঙ্খলা সবথেকে ভাল’ সইফ আলী কাণ্ডে কড়া পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রীর

ওই নির্দেশিকায় রাজনৈতিক দলগুলিকে ‘দায়িত্বশীল’ এবং ‘স্বচ্ছতার সঙ্গে’ নির্বাচনী প্রচারে এআই ব্যবহার করার কথা জানানো হয়েছে। এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ভিডিয়ো প্রচারে কড়াকড়ি বাড়াতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। এই জাতীয় ভিডিয়ো শুরু করার আগেই কণ্ঠস্বরের মাধ্যমে এবং লিখিত ভাবে ঘোষণা করে দিতে হবে যে ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেন। জনগণকে প্রভাবিত করতে ভুয়ো তথ্যের ভিত্তিতে এই ধরণের ভিডিয়ো তৈরী করাকে ‘অপরাধ’ বলে জানান তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের ‘আইটি সেলগুলিকে সতর্ক হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। গত বছর লোকসভা নির্বাচনের সময় কমিশন সমাজমাধ্যমগুলিকে দায়িত্বশীল এবং নৈতিক ভাবে প্রচার করার নির্দেশিকা জারি করে। এবার এআই ব্যবহারের নির্দেশিকা জারি করা হয়েছে।

Latest article