অমানবিক! মুমূর্ষু রোগী ফেলে দুই ডাক্তার প্রাইভেট প্রাকটিসে

চিকিৎসকেরা চরম গাফিলতি করেছেন মেদিনীপুর-কাণ্ডে (Midnapore)৷

Must read

প্রতিবেদন : চিকিৎসকেরা চরম গাফিলতি করেছেন মেদিনীপুর-কাণ্ডে (Midnapore)৷ তা স্পষ্ট হয়েছে তদন্তে৷ ডাক্তাররা এতটাই অমানবিক যে, যখন হাসপাতালের বেডে প্রসূতি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাঁরা তখন তাঁদের ডিউটি উপেক্ষা করে প্রাইভেট নার্সিংহোমে প্রাকটিস করছেন৷ মেদিনীপুর জেলার স্বাস্থ্য দফতর ও সিআইডি বিগত ৪৮ ঘণ্টায় সরকারি হাসপাতাল লাগোয়া পাঁচটি নার্সিংহোমে তল্লাশি চালান৷ আর সেই তল্লাশিতে উঠে এসেছে বিস্ফোরক তথ্য৷ তল্লাশি চালানো হয় স্পন্দন, নির্ণয়, বিঠ, মহামায়া ও গঙ্গা নার্সিংহোমে৷

আরও পড়ুন-বাংলায় প্রথম হাসপাতালের ছাদে নামবে এয়ার অ্যাম্বুল্যান্স

নার্সিংহোমের রেজিস্টার ঘাঁটতে গিয়ে দেখা যায়, যে-সময় মেদিনীপুর হাসপাতালে দুই ডাক্তারের ডিউটি ছিল তাঁদের দুজন এইসব নার্সিংহোমে ৪ খানা অস্ত্রোপচার করেছেন৷ বালিচকের গঙ্গা নার্সিংহোমে দিলীপ পাল ৩টি অস্ত্রোপচার করেন৷ তার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ডে ১টি৷ জেলা প্রশাসন তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য দফতরের কাছে রিপোর্ট পাঠিয়ে দেয়৷ তারপরেই মুখ্যমন্ত্রীর কড়া সিদ্ধান্ত৷

Latest article