রিয়াধ, ১৬ জানুয়ারি : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) ধরে রাখতে মরিয়া আল নাসের। তাই পর্তুগিজ মহাতারকাকে লোভনীয় প্রস্তাব দিল সৌদি ক্লাব। এই চুক্তিতে এক মরশুমের জন্য রোনাল্ডো পাবেন ১৮ কোটি ৩০ লক্ষ ইউরো। সঙ্গে ক্লাবের পাঁচ শতাংশ মালিকানা! এখানেই শেষ নয়, রোনাল্ডোর দাবি মেনে শক্তিশালী দলগঠনেরও প্রস্তুতি শুরু করেছে আল নাসের। যা পরিস্থিতি, তাতে সিআর সেভেনের আরও এক মরশুম সৌদি আরবে থেকে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা মাত্র।
আরও পড়ুন- দেশবিরোধী’ মন্তব্য প্রত্যাহার করুন ভাগবত: সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আল নাসেরের নতুন চুক্তিতে সই করলে, এক মরশুমে ভারতীয় মুদ্রায় রোনাল্ডোর (Cristiano Ronaldo) আয় হবে প্রায় ১৮৯২ কোটি! প্রতি সপ্তাহের হিসাবে তিনি পাবেন ৩৫ কোটির সামান্য বেশি। প্রতি মিনিটে প্রায় ৩২ হাজার টাকা। সঙ্গে ক্লাবের পাঁচ শতাংশ শেয়ার থেকেও আরও আয় করবেন তিনি। নতুন চুক্তিতে সই করার আগে তাই ক্লাবকে শক্তিশালী দলগঠনের দাবি জানিয়েছেন সিআর সেভেন। আর সেই দাবি মেনে, কাজও শুরু করে দিয়েছেন আল নাসেরের শীর্ষ কর্তারা। রোনাল্ডোর প্রাক্তন ক্লাব সতীর্থ তথা ব্রাজিলীয় তারকা কাসেমিরোকে দলে টানতে চাইছেন তাঁরা।