সংবাদদাতা, আলিপুরদুয়ার : বহু প্রতীক্ষিত এমপি (রাজ্যসভা) গোল্ড কাপ (MP Gold Cup) ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হল বৃহস্পতিবার। অসম-বাংলা সীমানাবর্তী বারোবিশা বিবেকানন্দ ক্লাবের খেলার মাঠে এই টুর্নামেন্টের এদিন সূচনা করেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বড়াইক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা, সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন-সহ অনেকেই। এলাকার খেলাধুলার মানোন্নয়ন ও যুব সমাজকে খেলার মাঠমুখী করতে,তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদ প্রকাশচিক বড়াইকের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হল এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম দিনের খেলায় জয়লাভ করে অসম কোকরাঝাড় জেলার অ্যাভেঞ্জার ক্রিকেট দল। খেলার উদ্বোধন করে সাংসদ জানান, খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন- অমানবিক! মুমূর্ষু রোগী ফেলে দুই ডাক্তার প্রাইভেট প্রাকটিসে