দেউচা-পাঁচামির জমিদাতা ১৮ পরিবারকে নিয়োগপত্র

Must read

সংবাদদাতা, সিউড়ি : দেউচা-পাঁচামি (Deucha Pachami) কয়লাশিল্প প্রকল্পে জমিদাতা পরিবারদের আবার নিয়োগপত্র দিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। বৃহস্পতিবার ১৮টি পরিবারের হাতে নিয়োগপত্র দেওয়া হল। এঁরা প্রত্যেকেই গ্রুপ ডি পদে যোগদান করলেন। নিয়োগপত্র হাতে পেয়ে অত্যন্ত খুশি আগমনী দত্ত। জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন প্রথম ঘোষণা করেছিলেন দেউচা- পাঁচামিতে (Deucha Pachami) এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিল্প গড়ে তোলা হবে, সেদিন স্বপ্নের মতো মনে হয়েছিল। কারণ দেউচা-পাঁচামি পাথুরে এলাকা। মানুষ অত্যন্ত কষ্ট করে দিন গুজরান করেন। তাঁদের সেরকম কর্মসংস্থান ছিল না, পাথর খাদানে কাজ ছাড়া। সেখানে এত বড় কয়লাশিল্প গড়ে উঠবে ভাবতেই পারিনি। জেলা প্রশাসন যখন আমাদের কাছে প্রস্তাব দেয় জমি দেওয়ার জন্য, কিছুটা ইতস্তত করেছিলাম। শেষমেশ মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রেখেই জমি দিয়েছি বৃহত্তম কয়লাশিল্প গড়ে তোলার জন্য। আজকে চাকরির নিয়োগপত্র হাতে পাওয়ার পর মনে হচ্ছে, ভবিষ্যতে বাংলার অর্থনীতি ভারতের অন্য বড় রাজ্যকে ছাপিয়ে যাবে। জেলাশাসক জানিয়েছেন, এখনও জুনিয়র কনস্টেবল এবং গ্রুপ ডি পদে ১৬০০-র কাছাকাছি জমিদাতাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। কয়লাশিল্প বাস্তবায়নে প্রাথমিকভাবে যে পরিমাণ জমির প্রয়োজন ছিল তা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। শিগগিরই কয়লা উত্তোলনের কাজ শুরু করা হবে। পাশাপাশি ৩২ জন এমন রয়েছেন যাঁদের এখনও ১৮ বছর হয়নি, তাঁদের মুখ্যমন্ত্রীর ঘোষণামতো সাম্মানিক ভাতা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- দলের নেত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপির সাংগঠনিক জেলার সহ-সভাপতি

Latest article