প্রতিবেদন : মামণি রুইদাসের পর এবার মৃত্যুর কোলে ঢলে পড়ল অপর এক প্রসূতি রেখা সাউয়ের সদ্যোজাত শিশুপুত্র। ভেন্টিলেশনে টানা সাতদিন লড়াই করার পর অবশেষে মেদিনীপুর মেডিক্যাল কলেজ (Midnapore Medical College) হাসপাতালের মাতৃমা বিভাগে মৃত্যু হল সদ্যোজাতর। মা এখন অনেকটাই সুস্থ হয়ে জেনারেল বেডে। কিন্তু বাঁচানো গেল না তাঁর সদ্যোজাত সন্তানকে। ঠিক এক সপ্তাহ আগে বৃহস্পতিবারই রেখা জন্ম দেন এই শিশুর। রেখা আপাতত সুস্থ। তাঁকে জেনারেল বেডে রাখা হলেও, শিশুটি প্রথম দিন থেকেই ভেন্টিলেশনে ছিল। বুধবারও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। অবস্থা সঙ্কটজনকই ছিল। রেখার স্বামী সন্তোষ জানান, ‘৯৯ শতাংশ খারাপ, মাত্র এক শতাংশ উন্নতি হয়েছে।’ বৃহস্পতিবার ভোরে সাতদিনের শিশুর লড়াই থামল।
মেদিনীপুর হাসপাতালের (Midnapore Medical College) শিশুবিভাগের প্রধান তারাপদ ঘোষ জানান, বৃহস্পতিবার সকালেই শিশুটির মৃত্যু হয়েছে। ভেন্টিলেশন সাপোর্টে ছিল। আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম। কিন্তু, শিশুটি চিকিৎসায় সাড়া দেয়নি। শিশুটির মৃত্যুতে সন্তোষ খুবই শোকার্ত। আপতত স্ত্রীর আরোগ্যের পথ চেয়ে আছেন।