প্রতিবেদন : কোর্স কমপ্লিট না করেই স্পেশালিস্ট। এমনই জালিয়াতি করে দিন কাটছিল আরজি করের তথাকথিত প্রতিবাদী চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার (Asfakulla Naiya)। পিজিটি আসফাকুল্লা নিয়মবহির্ভূতভাবে নিজেকে ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করছেন। এই যুবকের নামে অভিযোগও জমা পড়ে থানায়। এদিন কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত হারউড পয়েন্ট পোস্টাল থানার রামতলু নগরের জুনিয়র ডাক্তারের বাড়িতে খোঁজ নিতে যায় পুলিশ। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে তাঁকে শোকজ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে জবাব চাওয়া হয়েছে। সার্জন না হয়েও নামের পাশে ভুয়ো ডিগ্রি লিখে ঘুরে বেড়াচ্ছিলেন আসফাকুল্লা (Asfakulla Naiya)। অভিযোগ প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন রেজিস্ট্রার। অভিযোগ, পরীক্ষায় পাশ না করেই নামের পাশে ডিগ্রি বসিয়ে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন। কিন্তু তাতেও ভুয়ো ডিগ্রি লেখাটা সমর্থনযোগ্য কি? ২০২২-এ আরজি কর মেডিক্যাল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসেবে যোগদান করেন আসফাকুল্লা। কিন্তু প্রথম বর্ষের ছাত্র হয়েই নামের পাশে এমএস লিখতে শুরু করেন তিনি।
আরও পড়ুন- নির্লজ্জ! ধরা পড়ে যেতেই ফের কর্মবিরতির ডাক জুনিয়রদের