পথ দেখাক বাংলা

Must read

প্রতিবেদন: পরিবেশ রক্ষায় দেশকে পথ দেখাক বাংলা। শহরে এসে বৃহস্পতিবার এমনি বার্তা দিলেন ‘লাদাখ বাঁচাও’ আন্দোলনের মুখ তথা বাস্তবের ‘র‍্যাঞ্চো’ সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। মহাবোধি সোসাইটিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন তিনি বলেন, রাজ্য সরকার ও বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার নিবেদন, গোটা দেশের কাছে আপনারা উদাহরণ তৈরি করুন। আমি শুনেছি, এই রাজ্যে এখন যথেচ্ছভাবে গাছ কাটা নিয়ে কড়া আইন হয়েছে। শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে ব্যবস্থা নেওয়া হোক। অন্য রাজ্যগুলি বাংলার থেকে অনুপ্রেরণা নিক। একইসঙ্গে, তাঁর দীর্ঘদিনের ‘লাদাখ বাঁচাও – হিমালয় বাঁচাও’ আন্দোলন নিয়ে সোনম (Sonam Wangchuk) বলেন, ভারত সরকারের সঙ্গে এখন আলোচনা চলছে। আশা করি সরকার আমাদের আর নিরাশ করবে না।

আরও পড়ুন- ৯ কোটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা: ব্যবস্থা নিলে প্রশ্ন, না নিলেও সমালোচনা, স্যান্ডউইচ হতে পারে না সরকার

Latest article