ফের বাঘের হানায় (Tiger Attack) মৃত্যু। পেটের টানে সুন্দরবনের পিরখালির জঙ্গলের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন মৎস্যজীবী। বৃহস্পতিবার বিকেলে নৌকায় থাকা মৎস্যজীবীর ওপর ঝাঁপিয়ে পড়ে পেল্লাই রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের হানায় মারাত্মক জখম হন মৎস্যজীবী অজয় সর্দার। তাঁর সঙ্গীরা কোনওরকমে তাঁকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। পরে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন- ‘ভুয়ো’ ডিগ্রি, পুলিশ যেতেই মিথ্যাচারের নাটক নাইয়ার
কুলতলির কাঁটামাড়ি গ্রাম থেকে একদল মৎস্যজীবী কাঁকড়া ধরতে গিয়েছিলেন সুন্দরবনের জঙ্গলে। অজয় সর্দার-সহ আরও তিনজন মৎস্যজীবী ছিলেন সেই দলে। বৃহস্পতিবার দিনভর কাঁকড়া ধরার পর বিকেলের দিকে তাঁরা পিরখালির জঙ্গলের খাঁড়ির কাছে গিয়েছিলেন। তখনই ঘটে বিপত্তি। নৌকার একেবারে পিছনের দিকে বসে থাকা অজয় সর্দারের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ (Tiger Attack)। জঙ্গলের ঝোপ থেকে লাঠি পড়ার আগে বাঘটির গতিবিধি লক্ষ্য করতে পারেননি মৎস্যজীবীরা। হঠাৎ বাঘের আক্রমণ হতচকিত হয়ে যান তাঁরা। সঙ্গীকে বাঁচাতে অন্য মৎস্যজীবীরা লাঠি,বল্লম নিয়ে বাঘটির উপর আক্রমণ শানায়। মৎস্যজীবীদের মিলিত আক্রমণ ফের জঙ্গলে পালায় বাঘটি। কিন্তু বাঘের আক্রমণে মারাত্মক যখন অজয় সর্দারকে বাঁচানো যায়নি। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। অজয়ের মৃতদেহ নিয়ে গ্রামে ফিরে আসেন বাকিরা। কুলতলির কাঁটামারি গ্রামে এই ঘটনায় শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়ে নিহত মৎস্যজীবীর পরিবার। ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতদেহটি।