ফের জেলায় মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : ফের জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ২০ জানুয়ারি সোমবার মুর্শিদাবাদ পৌঁছবেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সেখানে প্রশাসনিক জনসভা রয়েছে তাঁর। লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে এই সভার প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রীর সভার আগে শুক্রবার বহরমপুরে জেলা প্রশাসন কর্তা, আধিকারিক ও জনপ্রতিনিধিরা নিজেদের মধ্যে বৈঠক করলেন। মুর্শিদাবাদের সভা সেরে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা রয়েছে মালদহে। সেখানেও তাঁর সরকারি কর্মসূচি রয়েছে। এরপর মুখ্যমন্ত্রী যাবেন আলিপুরদুয়ারে। সেখানে প্রথমে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড এবং পরের দিন সুভাষিণী চা-বাগানের মাঠে সরকারি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন- কর্মবিরতি তুলে নিয়ে আলোচনা চাইলেন ডাক্তাররা

Latest article