পাটনায় অধ্যক্ষ সম্মেলনে যাচ্ছেন বিমান বন্দ্যোপাধ্যায়

অল ইন্ডিয়া স্পিকার কনফারেন্সে যোগ দিতে পাটনা যাচ্ছেন বিমান বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার পাটনা বিধানসভায় বসবে এই মেগা কনফারেন্স

Must read

প্রতিবেদন : অল ইন্ডিয়া স্পিকার কনফারেন্সে যোগ দিতে পাটনা যাচ্ছেন বিমান বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার পাটনা বিধানসভায় বসবে এই মেগা কনফারেন্স (Mega conference) । গোটা দেশ থেকে বিধানসভার অধ্যক্ষরা আসবেন সেখানে। পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই সভায় তুলে ধরবেন বিধানসভা পরিচালনার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতার কথা।

আরও পড়ুন-আজ গার্ডেনরিচ থেকে বন্ধ জল

একই সঙ্গে লোকসভা এবং বিধানসভায় কার্যবিবরণী, বিরোধীদের ভূমিকা, শাসকের ভূমিকা এবং লোকসভার ও বিধানসভার সেশন নিয়েও বক্তব্য রাখবেন তিনি। অনেক সময় দেখা যায়, বিধানসভার অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাইরে থেকে অনেক মন্তব্য এবং হস্তক্ষেপের চেষ্টা হয়। এক্ষেত্রেও বিধানসভার অধ্যক্ষ হিসেবে তাঁদের অধিকার এবং এক্তিয়ার কী এবং তাঁরা কী কী করতে পারেন সংবিধান মেনে সে-বিষয়ে আলোকপাত করতে পারেন বিমান বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিক স্পিকার কনফারেন্সে যোগ দিয়েছেন বিমানবাবু।

Latest article